TRENDING:

SSC: SSC কাণ্ডে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমিশন! তাকিয়ে আছে গোটা বাংলা

Last Updated:

SSC: সোমবার কলকাতা হাইকোর্টের রায় বেরনোর পরই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, তাঁদের কাছে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি পথে চাকরি পাওয়া পাঁচ হাজার জনের তথ্য ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গেল স্কুল সার্ভিস কমিশন। সোমবার কলকাতা হাইকোর্টের রায় বেরনোর পরই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, তাঁদের কাছে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি পথে চাকরি পাওয়া পাঁচ হাজার জনের তথ্য ছিল৷ কিন্তু, তার জন্য বাকি ১৯ হাজার জনের চাকরি কেন বাতিল করার নির্দেশ দেওয়া হল? সেদিনই তিনি জানিয়েছিলেন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এসএসসি। বুধবার অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এসএসসি।
সুপ্রিম কোর্টে এসএসসি
সুপ্রিম কোর্টে এসএসসি
advertisement

গত সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায়ে সব মিলিয়ে ২০১৬ সালে নিযুক্ত মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে। সেই সঙ্গে বেআইনি চাকরি প্রাপকদের বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: নিউ টাউনে ফ্ল্যাটের নীচে কী ভয়ঙ্কর দৃশ্য! ওটা কী পড়ে? সামনে যেতেই আঁতকে উঠল সকলে

advertisement

কাদের বেতন ফেরত দিতে হবে? প্রথমত, যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছেন, দ্বিতীয়ত, প্যানেলের বাইরে যাঁদের নাম রয়েছে। এবং তৃতীয়ত, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর শূন্যপদ তৈরি করে যাঁদের চাকরি দেওয়া হয়েছে। আর এই তিনটি ক্যাটাগরি মিলিয়ে মোট সংখ্যাটা হল ৫৫৩৭ জন। এই ৫৫৩৭ জনকেই ফেরত দিতে হবে বেতন।

advertisement

এসএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন, ‘‘রায় দিয়েছে সম্পূর্ণ নিয়োগ বাতিল। যারা সুপারিশ পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই চাকরি করছেন। আমরা অবশ্যই এই রায়ে খুশি নয়। সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব৷’’ সেই আবেদন অবশেষে করল এসএসসি।

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

কলকাতা হাইকোর্ট রায়ে জানিয়েছিল, লোকসভার নির্বাচন পর্ব মেটার পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে৷ অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সাসপেক্টেডদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এবার সুপ্রিম কোর্টে এসএসসি। এখন দেখার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কিছু পরিবর্তন হয় কিনা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: SSC কাণ্ডে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমিশন! তাকিয়ে আছে গোটা বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল