সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আজ কলকাতা আসছে তদন্তকারীরা। সূত্রের খবর, রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে আসছেন কাঁথি থানার এক তদন্তকারী দল। পূর্ব মেদিনীপুরের জেলা দায়রা আদালত এ ব্যাপারে তদন্তকারীদের প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। আদালতের কাছ থেকে শুক্রবার সেই অনুমতি পাওয়ার পরই সুদীপ্ত সেনের কাছ থেকে শুভেন্দু অধিকারী কতটা আর্থিক লাভবান হন? কাঁথিতে প্রকল্পের জন্য তিনি কত টাকা শুভেন্দুকে দিয়েছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতেই তদন্তকারীরা আজ কলকাতায় আসছেন বলে জানা গেছে।
advertisement
একুশের বিধানসভা ভোটের আগে সারদা-কর্তা সুদীপ্ত সেন সংশোধনাগার থেকে একটি চিঠি লেখেন। সুদীপ্ত সেন সংশোধনাগার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন। সেখানে বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম ছিল। তার মধ্যে শুভেন্দু অধিকারীর নামও ছিল চিঠিতে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই এই দাবিই করে আসছেন যে, 'সুদীপ্ত সেনকে চাপ দিয়ে ওই চিঠি লেখানো হয়েছিল এবং তাঁর ওপর চাপ সৃষ্টি করে বর্তমানে সংবাদমাধ্যমের কাছে শুভেন্দু অধিকারীর নাম বলতে বাধ্য করা হচ্ছে শাসক দলের নির্দেশেই'।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে লাগাতার জিজ্ঞাসাবাদে যখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডি সূত্রে সামনে আসছে ঠিক তখনই এবার সুদীপ্ত সেনের তরফ থেকে শুভেন্দু অধিকারী আর্থিকভাবে কতটা লাভবান হয়েছিলেন সে ব্যাপারে তদন্তে গতি আনতেই আজ সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে রাজ্য পুলিশের তদন্তকারীরা।