Jharkhand Congress MLA car in Howrah: বিপুল টাকা নিয়ে বড়বাজারের বদলে কেন মন্দারমণির দিকে? রহস্য বাড়াচ্ছেন গ্রেফতার হওয়া ৩ বিধায়ক

Last Updated:

Jharkhand Congress MLA car in Howrah: পুলিশের কাছে বিধায়করা জানিয়েছে বড়বাজার থেকে শাড়ি কেনার জন্যে টাকা নিয়ে আসা হয়েছিল। সেই শাড়ি আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়খণ্ডের গ্রামীণ অঞ্চলে বিলি করার কথা ছিল।

রহস্য বাড়াচ্ছেন তিন বিধায়ক
রহস্য বাড়াচ্ছেন তিন বিধায়ক
#হাওড়া: রাতভর দফায় দফায় সিআইডি, ইনকাম ট্যাক্স, পুলিশের জিজ্ঞেসাবাদ ইরফান আনসারি, রাজেশ কাচ্ছাপ, নমন বিক্সল নামের তিনজন ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়ককে। তাঁদের গাড়ি থেকেই শনিবার উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা। টাকা গোনার জন্যে মোট ৪ টি মেশিন আনা হয়। হাওড়ার রানিহাটিতে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷
পুলিশের কাছে বিধায়করা জানিয়েছে বড়বাজার থেকে শাড়ি কেনার জন্যে টাকা নিয়ে আসা হয়েছিল। সেই শাড়ি আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়খণ্ডের গ্রামীণ অঞ্চলে বিলি করার কথা ছিল। তবে বড়বাজারের বদলে শনিবার তাঁরা পূর্ব মেদিনীপুরের মন্দারমণির উদ্দেশ্যে কেন যাচ্ছিলেন? সেই নিয়েই প্রশ্ন ওঠে। এরপর তিন বিধায়ক সহ ৫ জনকে আটক করা হয়। তবে বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে বলে প্রায় সারা রাত জিজ্ঞেসবাদ করা হয় বলে সূত্রের খবর।
advertisement
advertisement
রাজ্যের শাসক দলের অবশ্য অভিযোগ, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডেও সরকার ফেলে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ এই পরিস্থিতির মধ্যে ঝাড়খণ্ডের শাসক দল কংগ্রেসের তিন বিধায়কের গাড়িতে থাকা বিপুল টাকা আসলে ঘোড়া কেনাবেচার জন্য দেওয়া হয়েছিল কি না, সেই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী৷ পাশাপাশি, ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী ভূমিকা নেয়, সেই দিকেও তাকিয়ে আছে তৃণমূল।
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাপে তৃণমূল৷ এই পরিস্থিতিতে হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নতুন অস্ত্র পেয়েছে তৃণমূল৷ শনিবার হাওড়ার রানিহাটি মোড়ে জাতীয় সড়কের উপরেই ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির গাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার করে পুলিশ৷ ওই গাড়িতেই ঝাড়খণ্ডের আরও দুই কংগ্রেস বিধায়ক নমন বিক্সল এবং রাজেশ কাচ্ছাপ ছিলেন৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jharkhand Congress MLA car in Howrah: বিপুল টাকা নিয়ে বড়বাজারের বদলে কেন মন্দারমণির দিকে? রহস্য বাড়াচ্ছেন গ্রেফতার হওয়া ৩ বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement