#হাওড়া: রাতভর দফায় দফায় সিআইডি, ইনকাম ট্যাক্স, পুলিশের জিজ্ঞেসাবাদ ইরফান আনসারি, রাজেশ কাচ্ছাপ, নমন বিক্সল নামের তিনজন ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়ককে। তাঁদের গাড়ি থেকেই শনিবার উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা। টাকা গোনার জন্যে মোট ৪ টি মেশিন আনা হয়। হাওড়ার রানিহাটিতে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷
পুলিশের কাছে বিধায়করা জানিয়েছে বড়বাজার থেকে শাড়ি কেনার জন্যে টাকা নিয়ে আসা হয়েছিল। সেই শাড়ি আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়খণ্ডের গ্রামীণ অঞ্চলে বিলি করার কথা ছিল। তবে বড়বাজারের বদলে শনিবার তাঁরা পূর্ব মেদিনীপুরের মন্দারমণির উদ্দেশ্যে কেন যাচ্ছিলেন? সেই নিয়েই প্রশ্ন ওঠে। এরপর তিন বিধায়ক সহ ৫ জনকে আটক করা হয়। তবে বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে বলে প্রায় সারা রাত জিজ্ঞেসবাদ করা হয় বলে সূত্রের খবর।
আরও পড়ুন: কংগ্রেস বিধায়কদের গাড়িতে প্রায় ৫০ লক্ষ, হাওড়া কাণ্ডে মারাত্মক অভিযোগ আনল তৃণমূল
রাজ্যের শাসক দলের অবশ্য অভিযোগ, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডেও সরকার ফেলে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ এই পরিস্থিতির মধ্যে ঝাড়খণ্ডের শাসক দল কংগ্রেসের তিন বিধায়কের গাড়িতে থাকা বিপুল টাকা আসলে ঘোড়া কেনাবেচার জন্য দেওয়া হয়েছিল কি না, সেই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী৷ পাশাপাশি, ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী ভূমিকা নেয়, সেই দিকেও তাকিয়ে আছে তৃণমূল।
আরও পড়ুন: গয়নার বিপণীতে পার্থ, পাশে বসা মহিলা কি অর্পিতা! ছবি ঘিরে তুমুল জল্পনা
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাপে তৃণমূল৷ এই পরিস্থিতিতে হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নতুন অস্ত্র পেয়েছে তৃণমূল৷ শনিবার হাওড়ার রানিহাটি মোড়ে জাতীয় সড়কের উপরেই ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির গাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার করে পুলিশ৷ ওই গাড়িতেই ঝাড়খণ্ডের আরও দুই কংগ্রেস বিধায়ক নমন বিক্সল এবং রাজেশ কাচ্ছাপ ছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah news, West Bengal news