তৃণমূল সূত্রে খবর, আগামীকালই সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠকে তিনি এসআইআর এবং বাংলা ও বাঙালি ইস্যুতে সাংসদদের আগামী দিনে লড়াইয়ের দিক নির্দেশ দিতে পারেন।
advertisement
৮ অগাস্ট ইন্ডিয়া জোটের ইসিআই অভিযান। আর তার ঠিক একদিন আগে, ৭ তারিখ সন্ধ্যায় নৈশভোজের বৈঠক হওয়ার কথা মল্লিকার্জুন খার্গের বাসভবনে। তৃণমূল সূত্রে খবর, সব ঠিক থাকলে সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকতে পারেন ইসিআই অভিযানেও।
প্রসঙ্গত, স্পেশাল ইনটেন্সিভ রিভিশন-এর জন্য স্পেশাল ইনসেনটিভ নিতে চলেছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের জন্য স্পেশাল ইনটেনসিভ দেওয়ার ঘোষণা নির্বাচন কমিশনের। অতিরিক্ত ছয় হাজার টাকা দেওয়া হবে বুথ লেভেল অফিসারদের SIR এর জন্য। ইলেক্ট্ররাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল electoral registration officer দেরও এবার বিশেষ বার্ষিক ভাতা। বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের।