এ দিন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay), বলেন, "আমি খুব খুশি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছি> মমতা সারা দেশের নেত্রী। তিনি যত বেশি ভোটে জিতবেন ততই তাঁর মর্যাদা বৃদ্ধি হবে। দেশের অন্যতম শ্রেষ্ঠ নেত্রী তিনি। ভবানীপুরের ভোট বাড়বে।"
শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) দুই পুত্র সায়নদেব ও ঈশানদেব। এই মুহূর্তে সায়নদেব তৃণমূলের যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক। এদিন শোভনের সঙ্গে এসেছিলেন সায়নদেবও। কিন্তু তখনও ভবানীপুরে ভোটদান অনেকটাই স্তিমিত । কিন্তু তাতে এতটুকুও অস্বস্তিতে পড়ছেন না শোভনদেব। ভবানীপুরকে তিনি হাতের তালুর মতো চেনেন। তাই বললেন, "বেলা বাড়তেই ভবানীপুরে ভোট বাড়বে। এটাই ট্রেন্ড।"
advertisement
আরও পড়ুন-কে করল ট্যুইট? সুব্রত বলছেন, 'সুগভীর চক্রান্ত'! BJP-র দাবি, 'নজরবন্দি করা হোক'
দেখা গেল তার কথা ফৰলতেও শুরু করেছে। সকাল নটায় যে ভবানীপুরে ভোট ছিল মাত্র ৮ শতাংশেরও কম, বেলা ১১ টা বাজতেই সেখানে ২১ শতাংশের বেশি ভোট পড়ল।
নেত্রীর লড়াই থামলে আরো একবার লড়তে হবে তাঁকে। খড়দহ পুনর্নির্বাচনে তৃণমূলের প্রার্থী তিনি। প্রার্থী কাজল সিনহার অকালপ্রয়াণের পর তাকেই যোগ্যতম হিসেবে বিবেচনা করেছে দল। তবে সেসব নিয়ে কোনও দুশ্চিন্তাই নেই শোভনদেব চট্টোপাধ্যায়ের ((Sovandeb Chattopadhyay)। নেত্রী তাঁকে ভরসা করেছিলেন, বড় ব্যবধানের জয় এনে নেত্রীকেও প্রাপ্য বুঝিয়ে দিয়েছিলেন তিনি। আর আজকের ভোটটা মিটলে বৃত্তটা সম্পূর্ণ। অবিশ্বস্ততা, অস্বচ্ছতার সঙ্গে রাজনৈতিক দায়বদ্ধতার যে সমান্তরাল আখ্যান তাতে লেখা থাকবে তাঁর নাম।