TRENDING:

Sovandeb Chatterjee: 'দেশের নাম বদলাতে হবে এমনটা দেখিনি'! জি-২০ বিতর্কে মুখ খুললেন শোভনদেব

Last Updated:

Sovandeb Chatterjee: জি-২০ সামিটে নৈশভোজের আমন্ত্রণ পত্রে ইন্ডিয়া বদলে ভারত নাম লেখা থাকায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জি-২০ সামিটে নৈশভোজের আমন্ত্রণ পত্রে ইন্ডিয়া বদলে ভারত নাম লেখা থাকায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “একনায়কতন্ত্র সরকার গঠন করতে চাইছেন। মানুষের গণতান্ত্রিক চেতনা আছে। এদেশের মানুষের মধ্যে গণতন্ত্র আছে। সেটাকে নষ্ট করতে চাইছেন মোদি। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন। প্রতিবন্ধকতা আসলে পালটানোর অভ্যাস আছে। রাজ্যপালের সীমানা আছে। সার্চ কমিটি পাঠানোর পরে তার তোয়াক্কা করলেন না। মহম্মদ বিন তুঘলকের মতো আচরণ করছেন। সমান্তরাল শিক্ষা দফতর চালাচ্ছেন।”
রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
advertisement

শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “জোটের নাম INDIA বলে দেশের নাম বদলাতে হবে এমনটা দেখিনি। এগুলো দেখা যায় না। বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে ভাবার সময় এসেছে। যদি দেখা যায় এতদিন পরে জেলে থাকার পরে সে নির্দোষ। এর জন্য প্রয়োজনে আইন আনতে হবে।”

আরও পড়ুন, ‘দেখব কীভাবে মাইনে দিয়ে থাকেন!’ রাজভবনের সামনে ধরনার হুঁশিয়ারি মমতার

advertisement

আরও পড়ুন, রাজ্যপালের একের পর এক উপাচার্য নিয়োগ, ‘অর্থনৈতিক বাধা’ তৈরির হুঁশিয়ারি মমতার

তিনি বলেন, “ছাত্র-শিক্ষক সম্পর্ক অদ্ভুত হয়ে যাচ্ছে। ছাত্র সংসদ ভোট দ্রুত করা উচিত বলে মনে করি। শিক্ষামন্ত্রীও করবেন বলে জানিয়েছেন। আমরাও ছাত্র সংসদ ভোট থেকে উঠে এসেছি। ২০২৪ সালের ভোট অবধি ওই সব ডাকাডাকি চলবে। কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ভোট করতে চায় ওরা।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovandeb Chatterjee: 'দেশের নাম বদলাতে হবে এমনটা দেখিনি'! জি-২০ বিতর্কে মুখ খুললেন শোভনদেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল