শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “জোটের নাম INDIA বলে দেশের নাম বদলাতে হবে এমনটা দেখিনি। এগুলো দেখা যায় না। বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে ভাবার সময় এসেছে। যদি দেখা যায় এতদিন পরে জেলে থাকার পরে সে নির্দোষ। এর জন্য প্রয়োজনে আইন আনতে হবে।”
আরও পড়ুন, ‘দেখব কীভাবে মাইনে দিয়ে থাকেন!’ রাজভবনের সামনে ধরনার হুঁশিয়ারি মমতার
advertisement
আরও পড়ুন, রাজ্যপালের একের পর এক উপাচার্য নিয়োগ, ‘অর্থনৈতিক বাধা’ তৈরির হুঁশিয়ারি মমতার
তিনি বলেন, “ছাত্র-শিক্ষক সম্পর্ক অদ্ভুত হয়ে যাচ্ছে। ছাত্র সংসদ ভোট দ্রুত করা উচিত বলে মনে করি। শিক্ষামন্ত্রীও করবেন বলে জানিয়েছেন। আমরাও ছাত্র সংসদ ভোট থেকে উঠে এসেছি। ২০২৪ সালের ভোট অবধি ওই সব ডাকাডাকি চলবে। কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ভোট করতে চায় ওরা।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 6:31 PM IST