Mamata Banerjee: রাজ্যপালের একের পর এক উপাচার্য নিয়োগ, ‘অর্থনৈতিক বাধা’ তৈরির হুঁশিয়ারি মমতার

Last Updated:

Mamata Banerjee: তিনি রাজ্যপালের কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ তুলে আর্থিক অবরোধ তৈরির হুঁশিয়ারি দিলেন৷

কী বার্তা দেবেন মমতা?
কী বার্তা দেবেন মমতা?
কলকাতা: ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠান থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের একের পর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে ডামাডোল চলছে বেশ কয়েকদিন ধরেই৷ আর তাই নিয়েই এ বার রাজ্যপালকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি রাজ্যপালের কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ তুলে আর্থিক অবরোধ তৈরির হুঁশিয়ারি দিলেন৷
এ দিন মুখ্যমন্ত্রী বললেন, ‘রবীন্দ্রভারতীর ভিসি করেছেন একজন এক্স জজকে। আমি ওঁকে চিনি। উনি আমার সঙ্গে পড়াশোনা করেছেন। এই চক্রান্ত চলছে। আমি এই চক্রান্ত মানব না। আমি অনেকবার বলেছি, রাজ্যপালের পদটি একটি নমিনেটেড পোস্ট। আপনি যদি মনে করেন মুখ্যমন্ত্রীর থেকে বড়, সে আপনি মনে করতেই পারেন! আর আপনি যদি বাধা তৈরি করেন তাহলে আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করবো! টিট ফর ট্যাট, কেমন হবে তাহলে? আমরা কখনও এডুকেশনে ইন্টারফেয়ার করি না।’’
advertisement
advertisement
এর পরেই বিশ্ববিদ্যালয়ে বেতনের বিষয় নিয়ে মমতা বলেন, ‘ভয় কেউ পাবেন না৷ টাকাটা যখন আমরা দিই, তখন আপনারা ভয় পাবেন না৷ অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা নিন৷ পাশাপাশি, আমি ব্রাত্যকে বলব, প্রিন্সিপালদের বৈঠক ডাকতে, এখন তো আবার ভিসিদের চেঞ্জ করে দিয়েছে৷ তা হলে আপনারা প্রাক্তন উপাচার্যদের ডাকুন৷ আপনারা সবাই থাকবেন৷’ প্রাক্তন উপাচার্যদের উদ্দেশ্যে এ কথা বললেন মুখ্যমন্ত্রী৷
advertisement
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়ে কার্যত ডামাডোল চলছেই৷ কোথাও আবার প্রাক্তন বিচারপতিদের উপাচার্য পদে বসিয়েছেন৷ তাই এর আগে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রীও৷ তিনিও রাজ্যপালকেও আক্রমণ করেছেন৷ এ বার সরাসরি একাধিক পর্যায়ে রাজ্যপালকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি সরাসরি জানিয়ে দিলেন, রাজ্যপালের এই সিদ্ধান্তে তিনি না খুশ এবং বেতন বন্ধের হুঁশিয়ারিও দিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাজ্যপালের একের পর এক উপাচার্য নিয়োগ, ‘অর্থনৈতিক বাধা’ তৈরির হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement