TRENDING:

Sovan Chatterjee: সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে ছবি পোস্ট দেবশ্রীর, পাল্টা আইনি নোটিশ পাঠালেন শোভন

Last Updated:

Sovan Chatterjee: দেবশ্রীর সেই সময়ের ছবিগুলির কয়েকটিতে দেখা যাচ্ছিল শোভনের সঙ্গে কথা বলছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেবশ্রী রায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একের পর ছবি পোস্ট হয়েছে বলে অভিযোগ৷ আর তাতেই আইনি নোটিশ পাঠালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ আর তাই নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতি৷
এই ফেসবুক পোস্ট নিয়েই বিতর্ক
এই ফেসবুক পোস্ট নিয়েই বিতর্ক
advertisement

দেবশ্রী রায় বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন৷ যেগুলি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে৷ শোভনের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় এই পুরনো ছবিগুলি পোস্ট করা হয়েছে, তাঁর বদনাম করার জন্য৷ ছবি পোস্ট করার আগে তাঁর কাছ থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি৷ সেই কারণেই তিনি আইনি নোটিশ পাঠালেন দেবশ্রী রায়কে৷ দীর্ঘকাল আগে শোভন ও দেবশ্রীকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে৷ সেই ছবিগুলিই, যেগুলি আগেকার, সেগুলি সেই সময়ে অর্থাৎ ২০১৭ সালের বিভিন্ন সময়ে পোস্ট করেছিলেন তিনি৷

advertisement

আরও পড়ুন: ট্রেনের টিকিট পরীক্ষা করেন TTE ও TC, দুজনের পার্থক্য জানেন? ৯৯‍% মানুষ জানেন না

আরও পড়ুন: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর অস্কারজয়, ঘরে বসেই কোথায় দেখবেন এই তথ্যচিত্র? দারুণ চমক

দেবশ্রীর সেই সময়ের ছবিগুলির কয়েকটিতে দেখা যাচ্ছিল শোভনের সঙ্গে কথা বলছেন তিনি৷ কোনওটি আবার অন্য অনুষ্ঠানে বিভিন্ন লোকেদের মধ্যে তাঁরাও রয়েছেন৷ কোনওটায় দেবশ্রী ক্যাপশান দিয়েছেন, ‘সঙ্গে শোভন’, কোনওটায় আবার ‘মেয়রের সঙ্গে৷’ এই সব ছবি নিয়েই আপত্তি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শোভন জানিয়েছেন, ‘‘কয়েকদিন আগে আমার পরিচিত কয়েকজন ব্যক্তি দেবশ্রী রায়ের প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবি নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেন৷ আমার ছবি নিয়ে, আমার অনুমতি ছাড়া আমার অফিশিয়াল পদের উল্লেখ করে পোস্ট করা হয়েছে৷ ২০১৭, ’১৮, ’১৯ সালে আমার নাম ব্যবহার করে যে পোস্টগুলি করা হয়েছে, সেগুলি কখনই সেই সময়ের ঘটনা নয়৷ অনেক আগের ঘটনা, দেখানো হচ্ছে যেন এগুলি ২০১৭, ’১৮, ’১৯ সালে৷ এর পিছনে আমি কোনও পরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছি৷’’ এই পরিপ্রেক্ষিতে দেবশ্রী রায় জানিয়েছেন, ‘‘আমার আইনজীবী আইনের পথে এর জবাব দেবেন৷ আইনত যেটি সঠিক, সেদিকেই এগোব, কোনও ফেক অ্যাকাউন্ট থেকে এই কাজ হলে তার ব্যবস্থা তো আমি নেব না৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovan Chatterjee: সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে ছবি পোস্ট দেবশ্রীর, পাল্টা আইনি নোটিশ পাঠালেন শোভন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল