কলকাতা: প্রতি বছরই ধুমধাম করে নিজের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা উৎসব পালন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফোঁটা নিতে প্রতি বছরেই তাঁর বাড়িতে হাজির হন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা তাঁর হাত থেকে ফোঁটা নিতে কালীঘাটের বাড়িতে আসেন। এবার সেই কালীঘাটে বড় চমক! বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায়।
advertisement
গত বছরও মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। বিজেপি পর্বের সময় যে দূরত্ব তৈরি হয়েছিল দু তরফে, তারপরও দীর্ঘদিন রাজনৈতিকভাবে সক্রিয় না থাকা সত্ত্বেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন তিনি। তখনও তৃণমূলে তাঁর ফেরার রাস্তা পুরোপুরি খুলে যায়নি।
তবে এবারে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে বৈঠক, আর তারপর সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেই শোভন চট্টোপাধ্যায়কে প্রশাসনের মূলস্রোতে ফিরিয়ে এনেছেন। এনকেডিএ-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে তাঁর উপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবারের ভাইফোঁটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভনের উপস্থিতি কাঙ্খিতই ছিল। সেই মতোই বৃহস্পতিবার দুপুরে শোভন হাজির হন কালীঘাটে।
তবে শুধু নিয়মিত অতিথিরাই নয়, প্রতি বছর ভাইফোঁটায় থাকে একাধিক চমকও। মুখ্যমন্ত্রীর বাড়িতে কারা হাজির থাকবেন, তা নিয়ে তৃণমূলে জল্পনা তুঙ্গে ওঠে প্রতি বারই। এবার তার অন্যথা নেই।