দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিরা একাধিক জায়গায় ডেঙ্গি সচেতনতা নিয়ে প্রচার চালিয়েছেন। তাতেও তেমন কিছু লাভ হয়নি। তাই ডেঙ্গি মশার লার্ভার সন্ধানে এবার কোমর বেঁধে নামতে চলেছে দক্ষিণ দমদম পুরসভা। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোনও বাড়িতে ডেঙ্গির লার্ভার খবর দিতে পারলে মিলবে পুরস্কার। পাশাপাশি ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলাকায় মশার উপদ্রব কমানোর জন্য তেলও ছড়ানো হয়েছে।
advertisement
আরও পড়ুন, পার্টির শেষে তরুণীকে গণধর্ষণ রাজারহাটের নামী রিসর্টে! পুলিশের জালে চার অভিযুক্ত
দুই দিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়ে দক্ষিণ দমদমের নাগেরবাজার এলাকায় মৃত্যু হয়েছে মহিলার। তাঁর মৃত্যু ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। তাঁদের দাবি, প্রথমে ওই নার্সিংহোম থেকে বলা হয়েছিল যে ওই মহিলা লিভার সংক্রান্ত সমস্যা ভুগছেন। পরে বলা হচ্ছে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমন হয়ে যায় যে শেষে পুলিশ ডেকে আনতে হয় ওই নার্সিংহোমে।
আরও পড়ুন, 'বাম-কংগ্রেস ফ্যাক্টর নয়', তৃণমূলকে হারাতে নতুন মহাজোটের কথা শুভেন্দুর মুখে
অক্টোবরেও ডেঙ্গি আক্রান্ত হয়ে দক্ষিণ দমদম পুরসভায় মৃত্যু হয়েছে আরও ২ জনের। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহুয়া রায় দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। কলকাতা এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। রিপোর্টে জানা যায়, ওই মহিলা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই মহিলার মৃত্যু হয়। এর আগে দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রেরও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।