আইন কলেজের নিরাপত্তারক্ষী ঘরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইলে রেকর্ড করা হয়েছিল বলে আগেই জানা গিয়েছিল৷ ওই ভিডিও দেখিয়ে ছাত্রীকে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগপত্রে দাবি করেছিলেন নির্যাতিতা৷
এ বার তদন্তকারীরা জানতে পেরেছেন, তিন অভিযুক্তদের মধ্যে আরও একজনের মোবাইলেও নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়৷ সিকিউরিটি রুমের জানলা থেকেই এই রেকর্ডিং করা হয়েছিল বলে খবর৷
advertisement
আরও পড়ুন: একা নির্যাতিতা নন, ঘটনার দিন সকাল থেকে ইউনিয়ন রুমে ছিলেন আরও এক ছাত্রী? কলেজ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
ইতিমধ্যেই ঘটনার দিন বিকেল চারটের পর থেকে কলেজে উপস্থিত ছিলেন, এরকম ১৭ জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা৷ গতকালই তাঁদের মধ্যে দু জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ আজ বাকিদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ৷
এর পাশাপাশি পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন ওই নির্যাতিতা ছাডা়ও কলেজের ইউনিয়ন রুমে সকাল থেকেই আরও এক ছাত্রী ছিলেন৷ রাত সাড়ে আটটা নাগাদ সেই ছাত্রী বেরিয়ে যান৷ ওই দিন কলেজে ডে শিফটে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীর থেকেই এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা৷ ওই ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷