TRENDING:

I-PAC Statement: ‘গভীর উদ্বেগের, বেনজির পরিস্থিতি..,’ বৃহস্পতির ইডি তল্লাশির পরে শুক্রবারে অবশেষে প্রতিক্রিয়া I-PAC এর

Last Updated:

গত কয়েক বছরে স্থান, এলাকা, মতামত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য কাজ করেছে I-PAC৷ তালিকায় বিজেপি, আম আদমি পার্টি, জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, বিআরএস, জেডি(ইউ) এবং শিবসেনা রয়েছে৷ আমরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করি না, কোনও সরকারি পদে নেই৷ আমাদের ভূমিকা কেবল যে কোনও রকম রাজনৈতিক প্রভাব মুক্ত স্বচ্ছ এবং পেশাদার রাজনৈতিক পরামর্শ দেওয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবার সংস্থার সল্টলেক সেক্টর ফাইভের অফিস ও কর্ণধারের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির হানা ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি৷ যার জেরে শুক্রবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জেরে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে দেখানো হয়েছে বিক্ষোভ৷ অবশেষে, ইডির তল্লাশি চালানোর ঘটনা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি প্রকাশ করল ভোটকুশলী সংস্থা I-PAC৷
News18
News18
advertisement

সেই বিবৃতিতে I-PAC জানিয়েছে, ‘প্রায় ১০ বছর আগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (I-PAC) র জন্ম৷ এই সংস্থার জন্মের ভিত্তি ছিল একটা বিশ্বাস৷ বিশ্বাস ছিল দেশের তরুণ প্রজন্মের কর্মশক্তি, সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হয়ে ওঠা৷ এবং তা পক্ষপাতদুষ্ট না হয়ে৷

আরও পড়ুন: ‘যতক্ষণ না সেটল হচ্ছে আমি এখন এখানেই আছি…,’ I-PAC এর অফিসেই অনড় মমতা! বললেন, ‘এটা ক্রাইম’

advertisement

আমরা ঠিক যেমন পাবলিক লাইফ চাইতাম, একজন পড়ুয়া হিসাবে, পেশাদার হিসাবে, ঠিক সেই রকম পরিষেবা, আবহ পাওয়ার উদ্দেশ্যে আমরা ক’জন তরুণ কাজ করতে শুরু করলাম৷ ক্রমে ক্রমে I-PAC আরও উন্নত হল, পরিবার বড় হল৷ আরও তরুণ এই পরিবারের সদস্য হলেন৷

advertisement

গত কয়েক বছরে স্থান, এলাকা, মতামত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য কাজ করেছে I-PAC৷ তালিকায় বিজেপি, আম আদমি পার্টি, জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, বিআরএস, জেডি(ইউ) এবং শিবসেনা রয়েছে৷ আমরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করি না, কোনও সরকারি পদে নেই৷ আমাদের ভূমিকা কেবল যে কোনও রকম রাজনৈতিক প্রভাব মুক্ত স্বচ্ছ এবং পেশাদার রাজনৈতিক পরামর্শ দেওয়া৷

advertisement

গতকাল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা I-PAC এর অফিস এবং আমাদের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে এসেছিলেন৷ দিনটা I-PAC এর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কঠিন দিন ছিল৷ এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং অস্থির পরিস্থিতির নজির৷ তা সত্ত্বেও আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে প্রয়োজনে সমস্তরকম সহযোগিতা করব৷ ’

advertisement

আরও পড়ুন: আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ইডি? হাইকোর্টে শুনানি পিছোতেই শুরু তৎপরতা

সেরা ভিডিও

আরও দেখুন
রেলগেট বন্ধ হলে ১ ঘণ্টার ঝক্কি,দেবে-র আশ্বাসে পাঁশকুড়ায় এবার রেল যন্ত্রণা থেকে মুক্তি
আরও দেখুন

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শুরু হয় শোরগোল৷ তৃণমূলের স্ট্রাটেজিস্ট অফিস, আইটি সেল I-PAC এর সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি। তল্লাশির মাঝেই বেলা ১২ টা নাগাদ প্রথমে প্রতীকের বাড়িতে আর তারপর I-PAC-এর সল্টলেকের অফিসে পৌঁছন মমতা। অফিস থেকে নেমে এসে নথি চুরির অভিযোগ এনে মমতা বলেন, ‘‘ভোর ৬টা থেকে শুরু করেছে আমাদের পার্টির ডেটা ল্যাপটপ সেগুলো সব ওরা ট্রান্সফার করেছে৷ আমি মনে করি এটা ক্রাইম৷’’ তারপর থেকে ইডি, তৃণমূল উভয় তরফে মামলা থেকে শুরু করে দিল্লিতে বিক্ষোভ, কলকাতায় তৃণমূলনেত্রীর মিছিল৷ জল গড়িয়েছে অনেক দূর৷ এই আবহে এল I-PAC এর এই বিবৃতি৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
I-PAC Statement: ‘গভীর উদ্বেগের, বেনজির পরিস্থিতি..,’ বৃহস্পতির ইডি তল্লাশির পরে শুক্রবারে অবশেষে প্রতিক্রিয়া I-PAC এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল