কলকাতা: জার্মান নাগরিক এম. বুহলার, যিনি গত মঙ্গলবার গভীর রাত থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, শুক্রবার তার মৃত্যু হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে তাকে কলকাতা বিমানবন্দরে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।
চিকিৎসার জরুরি অবস্থার কারণে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে হ্যানয় যাচ্ছিল। ওই যাত্রী একাই ভ্রমণ করছিলেন। সূত্র অনুযায়ী, যাত্রীটি মস্তিষ্কের রক্তক্ষরণে ভুগছিলেন। এরপর থেকে তিনি ই.এম. বাইপাসের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভিয়েতনামের হ্যানয় যাচ্ছিল ফ্লাইট VN-36 নম্বরের একটি বিমান। সেই সময় বিমানবন্দরে ২৭৬ জন যাত্রী ছিলেন। সেই সময়েই বিমানের যাত্রী ম্যানফ্রেড বুহলার অসুস্থ বোধ করেন, তার বয়স ৪৯ বছর। সেই সময় বিমানটি মাঝ আকাশে ছিল, তারপরেই বিমানটি জরুরি অবতরণ করে বিমানবন্দরে। ওই যাত্রী সেই সময়ে ১১এফ আসনে বসে ছিলেন।
আরও পড়ুন: আইপ্যাক কাণ্ডের প্রতিবাদ সভায় ভাষণ দিচ্ছেন মমতা, বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলনেত্রীর
বিমান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় ওই ব্যক্তি কলকাতায় নামিয়েই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করলেও ওই জার্মান নাগরিককে আর বাঁচানো যায়নি।
