সূত্রের খবর, বেহালার বাড়িতে আইসোলেশনে আছেন পরিবারের আক্রান্ত তিন সদস্য সহ সানা নিজেও। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে। সামান্য উপসর্গ থাকায় ডাক্তার সপ্তর্ষি বসুর পরামর্শে হোম আইসোলেশনে রয়েছে সানা। পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই সামান্য অসুস্থ ছিলেন সানা।
আরও পড়ুন: সৌরভের বাড়িতে ফের করোনার হামলা! একসঙ্গে আক্রান্ত গঙ্গোপাধ্যায় পরিবারের তিন সদস্য...
advertisement
আরও পড়ুন: এবার 'অভিজ্ঞ'দের 'গোপন' বৈঠক বঙ্গ BJP-তে! নতুন ঝড় গেরুয়া শিবিরের অন্দরে
দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ। এর পর গত শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার তাঁর পরিবারের আরও তিন জন করোনা আক্রান্ত হন। আর মঙ্গলবার রাতেই জানা যায়, বাড়ির মেয়েও সানাও আক্রান্ত হয়েছেন কোভিডে। জানা গিয়েছে, পরিবারের করোনা আক্রান্ত সকলেরই মৃদু উপসর্গ রয়েছে। প্রত্যেকেই বিএন রায় রোডের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। সৌরভের আপ্তসহায়কও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরও জ্বর রয়েছে। প্রসঙ্গত, এর আগে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও কোভিড আক্রান্ত হয়েছিলেন।