আরও পড়ুন– বাবা জুট মিলের সাধারণ কর্মী, ছেলের নয়া আবিষ্কারে গর্বিত গোটা জেলা
সুকান্ত মজুমদার এদিন আরও বলেন, ‘‘ রাজ্য সরকারের কাছে আমি দাবি করছি যে, কলকাতার এই মুহূর্তে কোনও শেরিফ নেই। সৌরভকে অবিলম্বে শেরিফ করা হোক।’’ প্রসঙ্গত, বিজেপি শাসিত বাংলার প্রতিবেশি রাজ্য ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল, মঙ্গলবার ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সৌরভের বাড়িতে গিয়ে দেখা করেন। সেখানেই সৌরভের সঙ্গে এই বিষয়ে কথা বলেন ও প্রস্তাব দেন। সৌরভ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী।
advertisement
বেশ কিছু দিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ত্রিপুরা সরকারে তরফে। তবে কোনও সিদ্ধান্তের কথা এত দিন জানাননি সৌরভ। এদিন ত্রিপুরার মন্ত্রী সৌরভের সঙ্গে কথা বলার পরই বিষয়টি চূড়ান্ত হয়। ত্রিপুরার পর্যটনমন্ত্রী জানিয়েছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়ে সৌরভের সঙ্গে কথা হয়েছে। আগামী মাসেই এই কাজ শুরু হয়ে যাবে। সবটা চূড়ান্ত হলেই সৌরভ আগরতলা যাবেন। সেখানে থেকেই শ্যুটিং করবেন তিনি’। কয়েক দিনের মধ্যেই সৌরভের লন্ডনে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। তারপরেই ত্রিপুরা যাবেন সৌরভ।