আরও পড়ুন: সৌরভের বাড়িতে কেন যাচ্ছেন অমিত শাহ? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা শুরু
সাংবাদিকরা এ দিন সৌরভকে প্রথমেই প্রশ্ন করেন, অমিত শাহের তাঁর বাড়িতে আসার বিষয়টি নিশ্চিত তো, সৌরভ বলেন, হ্য়াঁ, উনি আসবেন, নৈশভোজের আয়োজন করা হয়েছে, আমন্ত্রণ গ্রহণ করেছেন অমিত শাহ। সন্ধ্য়াবেলা আসবেন। তার পরেই প্রশ্ন ওঠে, কী কারণে আসবেন শাহ? সৌরভ বলেন, অনেক কথা রটে, কিন্তু আসল বিষয়টা হল, ওঁর সঙ্গে আমার বহুদিনের আলাপ। ২০০৮ সাল থেকে। খেলার সময়েও দেখা হত, কিন্তু ততটাও দেখা হয়নি। কারণ, আমি বাইরে বেশি থাকতাম। এ বার সেই দেখা হবে, এর থেকে বেশি কিছু নয়।
advertisement
আরও পড়ুন: ফের ঝড়ের মুখে বাংলা, নবান্নে বসছে জরুরি বৈঠক! কী নিয়ে আলোচনা?
এর পরেই ওঠে দই-রসগোল্লা প্রসঙ্গ। সৌরভ বলেন, দিদি বাঙালি, বাঙালিরা যে ভাবে এক জন অতিথিকে আপ্য়ায়ন করেন, সে ভাবেই তিনি আপ্য়ায়ন করতে বলেছেন। তবে নৈশভোজে কী কী থাকছে, মানে মেনু কী থাকছে। সৌরভ বলেছেন, আমি এখনও ঠিক জানি না। শুধু জানি উনি নিরামিষ খান। তার পর ফের সাংবাদিকরা এই সাক্ষাতের কারণ জিজ্ঞাসা করেন। সৌরভ আবারও বলেন, ওঁর সঙ্গে আমার অনেকদিনের আলাপ। আমি ওঁর ছেলের সঙ্গে কাজ করেছি। আগে তেমন করে কথা হয়নি, তাই এ বার হবে।
Eron Roy Barman