TRENDING:

Sourav Ganguly praises Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ', ফিরহাদের উপস্থিতিতেই মমতার প্রশংসায় সৌরভ

Last Updated:

শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বভাবতই সৌরভ- শাহ সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অমিত শাহকে নৈশভোজে আমন্ত্রণের পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা শোনা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়৷ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতেই সৌরভ বললেন, 'মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ৷'
মমতার প্রশংসায় মহারাজ৷
মমতার প্রশংসায় মহারাজ৷
advertisement

শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বভাবতই সৌরভ- শাহ সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়৷ যদিও অমিত শাহের সৌরভের বাড়িতে আসার বিষয়টিকে হাল্কা ভাবেই নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মিষ্টি দই খাওয়ানোর জন্য সৌরভকে পরামর্শ দিয়েছিলেন তিনি৷

আরও পড়ুন: সৌরভ কি রাজনীতিতে আসবেন? অমিত সাক্ষাতের পরদিনই ইঙ্গিতপূর্ণ জবাব ডোনার

advertisement

এ দিন ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ সৌরভ জানিয়েছেন, চিকিৎসক সরোজ মণ্ডলের এই হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা ছিল৷ তা জানতে পেরে িতনি বছরখানেক আগে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছিলেন৷ এর পরই দ্রুত জটিলতা কেটে যায়৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসই তাঁকে সেই খবর জানান৷ মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়েই সৌরভ বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছের মানুষ৷'

advertisement

আরও পড়ুন: ধোকার ডালনাতেই মজলেন অমিত, চাইলেন চার বার! রসিয়ে খেলেন বাঙালি সব পদই

রাজনীতিতে সৌরভ আসবেন কি না, তা নিয়ে জল্পনা নতুন কিছু নয়৷ তবে বিধানসভা নির্বাচনের পর সেই জল্পনা অনেকটাই থিতিয়ে গিয়েছিল৷ শুক্রবার তাঁর সঙ্গে অমিত শাহের সাক্ষাতের পর ফের সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে৷ সৌরভ অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁর বাড়িতে অমিত শাহের নৈশভোজ ছিল নিতান্তই সৌজন্যমূলক৷ এ দিন সৌরভের স্ত্রী ডোনাও দাবি করেছেন, শুক্রবার অমিত শাহের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

প্রসঙ্গত কয়েকদিন আগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন সৌরভ৷ ডান- বাম বিভিন্ন মতাদর্শের রাজনীতিবিদদের সঙ্গেই তাঁর বরাবরের সুসম্পর্ক৷ মমতা, অমিত শাহরা তো বটেই, সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সৌরভের৷ এ দিনের অনুষ্ঠানে সৌরভ জানান, চল্লিশ বছর ধরে তিনি ফিরহাদ হাকিমকে চেনেন৷ ফলে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্কের অন্য কোনও মানে খোঁজা যে ঠিক হবে না, সেটাই বোঝাতে চাইলেন সৌরভ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sourav Ganguly praises Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ', ফিরহাদের উপস্থিতিতেই মমতার প্রশংসায় সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল