TRENDING:

Sourav Ganguly RG Kar Issue: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে সৌরভও, ‘এটা বন্ধ হওয়া দরকার!,’ পদযাত্রায় পা মিলিয়ে দাবি সানার

Last Updated:

বৃষ্টিতে ভিজে পদযাত্রায় হাঁটতে দেখা যায় সানাকেও৷ শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় কর্মসূচিতে যোগ না দিলেও, পরে মোমবাতি প্রজ্জ্বলনের সময় তিনি যোগ দেন সেখানে৷ সৌরভ ও সানা একসঙ্গে মোমবাতি জ্বালান সেখানে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে এবার প্রতিবাদে শামিল হলেন ‘বাংলার দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান সৌরভ৷ কর্মসূচিতে আগাগোড়া দেখা গিয়েছিল সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়কেও৷ এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সৌরভ, ডোনা এবং সানা গঙ্গোপাধ্যায় সহ ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের প্রত্যেকেই কালো পোশাক পরেছিলেন৷
advertisement

এদিন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করার কর্মসূচি ছিল নাচের স্কুলের শিক্ষার্থীদের৷ কিন্তু, শুরুতেই প্রবল বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়৷ তবে, তাতেও দমে যাননি কেউ-ই৷ প্রবল বৃষ্টির মধ্যেই হয় পদযাত্রা৷

আরও পড়ুন: হাসপাতালেই যান না তিনি! সরিয়ে দেওয়া হল আরজি করের নয়া প্রিন্সিপালকে, বাতিল সন্দীপ ঘোষের অর্ডারও

বৃষ্টিতে ভিজে পদযাত্রায় হাঁটতে দেখা যায় সানাকেও৷ শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় কর্মসূচিতে যোগ না দিলেও, পরে মোমবাতি প্রজ্জ্বলনের সময় তিনি যোগ দেন সেখানে৷ সৌরভ ও সানা একসঙ্গে মোমবাতি জ্বালান সেখানে৷

আরও পড়ুন: সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে জটিলতা কাটাতে তৎপর সিবিআই! বৃহস্পতিতেই হাইকোর্টে যাওয়ার ভাবনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন সানা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা এর বিচার চাই৷ এটা বন্ধ হওয়া দরকার৷ প্রত্যেক দিন আমরা কোনও না কোনও ধর্ষণের ঘটনার কথা শুনতে পাই৷ এই ২০২৪ এ দাঁড়িয়েও আমাদের এই ধরনের খবর শুনতে হয়, এটা ভেবেই খারাপ লাগে৷’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sourav Ganguly RG Kar Issue: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে সৌরভও, ‘এটা বন্ধ হওয়া দরকার!,’ পদযাত্রায় পা মিলিয়ে দাবি সানার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল