এদিন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করার কর্মসূচি ছিল নাচের স্কুলের শিক্ষার্থীদের৷ কিন্তু, শুরুতেই প্রবল বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়৷ তবে, তাতেও দমে যাননি কেউ-ই৷ প্রবল বৃষ্টির মধ্যেই হয় পদযাত্রা৷
বৃষ্টিতে ভিজে পদযাত্রায় হাঁটতে দেখা যায় সানাকেও৷ শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় কর্মসূচিতে যোগ না দিলেও, পরে মোমবাতি প্রজ্জ্বলনের সময় তিনি যোগ দেন সেখানে৷ সৌরভ ও সানা একসঙ্গে মোমবাতি জ্বালান সেখানে৷
advertisement
এদিন সানা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা এর বিচার চাই৷ এটা বন্ধ হওয়া দরকার৷ প্রত্যেক দিন আমরা কোনও না কোনও ধর্ষণের ঘটনার কথা শুনতে পাই৷ এই ২০২৪ এ দাঁড়িয়েও আমাদের এই ধরনের খবর শুনতে হয়, এটা ভেবেই খারাপ লাগে৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 21, 2024 10:49 PM IST