TRENDING:

'নরেন্দ্র মোদিই আধুনিক ভারতের বিবেকানন্দ', সৌমিত্র খাঁয়ের মন্তব্যে বিতর্কের ঝড়

Last Updated:

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, "গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। এমআরআই করা উচিত ওঁর মস্তিষ্কের ধূসর জায়গা।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেতার দাবি, আধুনিক ভারতে নবরূপে জন্মগ্রহণ করেছেন স্বামীজি, আর তিনি হচ্ছেন নরেন্দ্র মোদি। বিজেপি নেতার মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের ঝড়।
advertisement

এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে তিনি স্বামীজির মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, "মাতৃবিয়োগের পরেও নরেন্দ্র মোদি যেভাবে দেশসেবা করেছেন। নিজের জীবন যে ভাবে দেশসেবায় নিয়োজিত করেছেন। তাতে আমার মনে হয়, নরেন্দ্র মোদিই আধুনিক ভারতের বিবেকানন্দ।"

advertisement

আরও পড়ুন: নিউ টাউনের রাস্তায় চাপ-চাপ রক্ত আর পড়ে দুই দেহ! রাতের ঘটনায় প্রবল আতঙ্ক

আরও পড়ুন: মকরে আবহাওয়ার তুমুল বদল? কেমন থাকবে কলকাতা সহ বাকি রাজ্য, বড় আপডেট হাওয়া অফিসের

সাংসদের এহেন মন্তব্যের পরেই বিতর্কের ঝড় বয়ে যায় বঙ্গরাজনীতিতে। বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা করেন শাসকদলের নেতারা। বিজেপি থেকে তৃণমূলে আসা জয়প্রকাশ মজুমদার বলেন, "এটা শুধু ভারতের অপমান নয়, বাঙালির অপমান। স্বামী বিবেকানন্দের অপমান।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

অন্যদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, "গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। এমআরআই করা উচিত ওঁর মস্তিষ্কের ধূসর জায়গা।"

বাংলা খবর/ খবর/কলকাতা/
'নরেন্দ্র মোদিই আধুনিক ভারতের বিবেকানন্দ', সৌমিত্র খাঁয়ের মন্তব্যে বিতর্কের ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল