এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে তিনি স্বামীজির মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, "মাতৃবিয়োগের পরেও নরেন্দ্র মোদি যেভাবে দেশসেবা করেছেন। নিজের জীবন যে ভাবে দেশসেবায় নিয়োজিত করেছেন। তাতে আমার মনে হয়, নরেন্দ্র মোদিই আধুনিক ভারতের বিবেকানন্দ।"
advertisement
আরও পড়ুন: নিউ টাউনের রাস্তায় চাপ-চাপ রক্ত আর পড়ে দুই দেহ! রাতের ঘটনায় প্রবল আতঙ্ক
আরও পড়ুন: মকরে আবহাওয়ার তুমুল বদল? কেমন থাকবে কলকাতা সহ বাকি রাজ্য, বড় আপডেট হাওয়া অফিসের
সাংসদের এহেন মন্তব্যের পরেই বিতর্কের ঝড় বয়ে যায় বঙ্গরাজনীতিতে। বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা করেন শাসকদলের নেতারা। বিজেপি থেকে তৃণমূলে আসা জয়প্রকাশ মজুমদার বলেন, "এটা শুধু ভারতের অপমান নয়, বাঙালির অপমান। স্বামী বিবেকানন্দের অপমান।"
অন্যদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, "গবেষকরা এই সুযোগ ছাড়বেন না। এমআরআই করা উচিত ওঁর মস্তিষ্কের ধূসর জায়গা।"