TRENDING:

Soumitra Khan | Bengal Bjp: বিজেপি ছাড়ছেন? সুকান্তকে বেনজির আক্রমণ শানিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ

Last Updated:

Soumitra Khan | Bengal Bjp: সৌমিত্র খাঁ-র সংযোজন, ''ওই কমিটির কী দাম আছে? ক্লাব কমিটির মতো বিজেপি চলছে। ক্লাব-কমিটি বছরে একবার হয়, বিজেপির বাংলা রাজ্য কমিটি বছরে চার বার পরিবর্তন হয়।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিউজ 18 বাংলা-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ''২০১৯ সালে বিজেপি করতে আসি প্রধানমন্ত্রী আর অমিত শাহকে দেখে। রাজ্য বিজেপির বিরোধ করছি মানে এই নয় যে, বিজেপি ছেড়ে দেব। তবে রাজ্যের কোন নেতা কী দায়িত্বে আছে, আমি ওসব নিয়ে ভাবিত নই। আমি প্রধানমন্ত্রী ও অমিত শাহের অনুগামী। সম্প্রতি যে ২৪ জনের কোর কমিটি তৈরি করা হল, যার মধ্যে ২০ জন বাংলার নেতা। সেখানে আমার জায়গা হল না। অথচ আমাকে দেওয়া হল রাঢবঙ্গের পঞ্চায়েতের পর্যবেক্ষকের দায়িত্ব।''
বিস্ফোরক সৌমিত্র খাঁ
বিস্ফোরক সৌমিত্র খাঁ
advertisement

সৌমিত্রের সংযোজন, ''ওই কমিটির কী দাম আছে? ক্লাব কমিটির মতো বিজেপি চলছে। ক্লাব-কমিটি বছরে একবার হয়, বিজেপির বাংলা রাজ্য কমিটি বছরে চার বার পরিবর্তন হয়।'' বাস্তবেই দলের একাংশের 'ভুল' নিয়ে সরব হন সৌমিত্র। তাঁর মতে, দলের নেতৃত্বের একাংশ মেনে নেওয়া সম্ভব নয়। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ছাড়া বাংলার বিজেপির সব নেতা অযোগ্য। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও 'অযোগ্য' বললেন সৌমিত্র।

advertisement

আরও পড়ুন: অনুব্রত ঘনিষ্ঠ নেতা কেরিম খানকে জেরা, দিদির ঘরে সিবিআই হানা

সুকান্তকে কটাক্ষ করে সৌমিত্র বলেন, ''উনি নিজের ওয়ার্ডে কোনও দিন রাজনীতি করেছে কিনা জানি না, সাংসদ হয়েছেন হয়ত, তবে পঞ্চায়েত ভোটে আগে জেলা জিতে দেখাক, তারপর নেতা কিনা বোঝা যাবে। শুভেন্দু ছাড়া বাকিদের নেতা বলে মানি না। বাকিরা রাজনীতিতে আমার থেকে অনেক জুনিয়র। কোর কমিটির ২৪ জনের মধ্যে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী ছাড়া সবাই অযোগ্য। আমাকে ইচ্ছাকৃতভাবে কমিটিতে রাখা হয়নি। অযোগ্যদের ভিড় বেশি। ভোটের পর দিল্লি বুঝতে পারবে নেতাদের কত দম। বর্তমানে রাজ্য নেতৃত্বের যে কমিটি সেই কমিটির যোগ্য নেতৃত্বের অভাবেই বিগত নির্বাচন গুলোতে দলের ভরাডুবি হয়েছে।''

advertisement

আরও পড়ুন: প্রাথমিকের চাকরি প্রার্থীদের আন্দোলনের জের, উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের স্থান বদল!

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে সৌমিত্রর এই বিস্ফোরক বক্তব্যে যে অস্বস্তিতে পড়বে গেরুয়া শিবির, তা বলাই যায়। দলীয় সূত্রের খবর, ইতিমধ্যেই সৌমিত্রের বক্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। সৌমিত্র এও বলেন, 'দলে অযোগ্যদের ভিড় বাড়ছে। যোগ্যদের অসম্মান করা হচ্ছে।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Soumitra Khan | Bengal Bjp: বিজেপি ছাড়ছেন? সুকান্তকে বেনজির আক্রমণ শানিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল