৬ তারিখে ইউটিউবার কমিউনিটির একজনের বিয়ে ছিল, সেই বিয়েতে যোগ দিতে কলকাতায় আসেন সৌমিত। কলকাতার বিরিয়ানি ফেমাস বলে ব্যারাকপুরের একটি অভিজাত দোকানে খেতে যান। এরপর শিয়ালদহে দেখা করেন জ্যোতির সঙ্গে। সেখান থেকে শেওড়াফুলি স্টেশন যান এবং ঘাট পেরিয়ে পৌঁছে যান লিলুয়ার বিয়ে বাড়িতে।
advertisement
সৌমিত জানিয়েছেন, টোটো করে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট দিয়ে ঘুরে এসেছেন তাঁরা। সেই সময় ছবি, ভিডিও নেন জ্যোতি, তা শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সৌমিতের দাবি, সেইসব কাজের সময় তা চোখ এড়িয়ে যায়। এরপর সেদিনই মুম্বই ফিরে যান তিনি, জ্যোতি ফ্লাইটে দিল্লি চলে যান। তাঁর দাবি, এয়ারপোর্ট যাওয়া পর্যন্তই একসঙ্গে ছিলাম। রাম মন্দির উদ্বোধনের দিন পরিচয় হয়, এক বছর একে-অপরকে চিনি।
সৌমিত আরও বলেন, পাক চর বিষয়টা সামনে আসার নিজেই চমকে গিয়েছি। আমি নিজেও মনে করার চেষ্টা করছি কোনও কথোপকথন, যা সন্দেহজনক যদি এরকম কিছু মনে পড়ে কিনা। যদি মনে করতে পারি আমি নিশ্চয়ই তদন্তকারী আধিকারিকদের কাছে তুলে ধরব। পাকিস্তানে যাওয়া নিয়ে বলেছিল পিলগ্রিম ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিল। ১১ মে আমাকে মেসেজ করেছিল শেষ কথা সেই দিনই হয়।