TRENDING:

Sonarpur: জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট, রাজপুর-সোনারপুরে গ্রেফতার ১

Last Updated:

জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট! রাজপুর-সোনারপুরে পুলিশের জালে অভিযুক্ত প্রশান্ত নাথ। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জালের অভিযোগ। ভুয়ো নথিতে রেশন-কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট! রাজপুর-সোনারপুরে পুলিশের জালে অভিযুক্ত প্রশান্ত নাথ। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জালের অভিযোগ। ভুয়ো নথিতে রেশন-কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত।
News18
News18
advertisement

সই জাল করে জাল নথি তৈরি! ধৃত ১, তদন্তে নেমেছে পুলিশ। জাল নথি তৈরির চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা যায় ধৃতর নাম প্রশান্ত নাথ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তর স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধু ৩ নম্বর নয়, ৯, ১২, এমনকি ৩৪ নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চাঞ্চল্যজনকভাবে দেখা গিয়েছে, প্রতিটি নথির সিরিয়াল নম্বরও ছিল একই! স্পষ্ট, সুপরিকল্পিত ভাবেই দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ঢালুয়া নবপল্লির বাসিন্দা প্রশান্ত নাথ। ধৃত রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আপাতভাবে নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তুলেছিল জাল সার্টিফিকেট তৈরির কারখানা। তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট-সহ একাধিক সরকারি পরিচয়পত্র। পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত। কোথা থেকে আসত এই জাল ফর্মা, নকল সিল? তদন্তে নেমে চক্রের পর্দাফাঁস করতে তৎপর পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sonarpur: জাল সার্টিফিকেট তৈরির কারখানা! কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট, রাজপুর-সোনারপুরে গ্রেফতার ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল