বারুইপুর থেকে বোনকে আটক করার পরই দাদা আরিয়ান কোথায় তা জানতে জিজ্ঞাসাবাদ করতেই আরিয়ানের খোঁজ পায় পুলিশ। তারপরেই বুধবার গ্রেফতার করা হয় আরিয়ানকে। হাওড়া পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ডোমজুড় থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতক ১৫০০০ টাকা করে স্কলারশিপ! কারা পাবেন-কীভাবে আবেদন? বিশদে জানুন
অন্যদিকে, শ্বেতার মাকে আটক করা হয়েছে। তা ছাড়াও মহিলার বছর তিনেকের কন্যাসন্তানকেও কলকাতায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এখন চলছে শ্বেতার খোঁজ।
advertisement
সোদপুরে তরুণী নিগ্রহের ঘটনার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। শ্বেতার বিরুদ্ধে পর্ন ভিডিও করার অভিযোগ রয়েছে। এমনকী, প্রভাবশালীদের সঙ্গেও যোগাযোগ ছিল শ্বেতার। তদন্তের স্বার্থেই তাঁদের ফ্ল্যাটে তল্লাশি চালানো জরুরি ছিল। কিন্তু এর জন্য আদালতের অনুমতির প্রয়োজন।
তদন্তকারী পুলিশ আধিকারিকরা আদালতে আবেদন করলে বুধবার সেই অনুমতি দেন হাওড়া আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। সকালেই শ্বেতার ফ্ল্যাটে যায় পুলিশের একটি টিম। শ্বেতার মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ।