প্রসঙ্গত, লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান আলোচনার ভিত্তিতে সংসদের স্থায়ী কমিটির পুনর্গঠন করেছেন। বিষয়টিতে গতি আনতে তৃণমূলের তরফেও বারবার আর্জি জানানো হয়েছিল। সেই সূত্রেই সংসদের স্থায়ী কমিটিগুলির মধ্যে খাদ্য, গণবণ্টন মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে থাকছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেরেক ও ব্রায়েনকে পরিবহণ মন্ত্রক থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে আনা হয়েছে। যে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে বিতর্ক হয়েছে নানা সময়ে, সেই কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূল নতুন রাজ্যসভার সাংসদ জহর সরকার। আরেক নতুন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জায়গা পেয়েছেন শিক্ষা ও ক্রীড়া মন্ত্রকের স্থায়ী কমিটিতে। অপরিদকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হককে তথ্য-প্রযুক্তি মন্ত্রক থেকে সরিয়ে পরিবহণ মন্ত্রকের স্থায়ী কমিটিতে আনা হয়েছে।
advertisement
অপরদিকে, আগেও প্রতিরক্ষা মন্ত্রকের স্থায়ী কমিটিতে ছিলেন রাহুল গান্ধি। তাঁকে ওই কমিটিতেই রাখা হয়েছে। এদিকে, মন্ত্রিসভা থেকে বাদ গেলেও এবার রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকরদেরও সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটিতে রাখা হয়েছে।
আরও পড়ুন: আজই তৈরি হচ্ছে নিম্নচাপ! পুজোয় কবে বৃষ্টি, কবে নয়? জানিয়ে দিল হাওয়া অফিস!
প্রসঙ্গত, রাজ্যে বিপুল ভাবে তৃতীয় বার ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল। এবার তাঁর লক্ষ্য দিল্লি। তাই মুখ্যমন্ত্রী হলেও তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাতবারের সাংসদ মমতা এবং তিনবারের মুখ্যমন্ত্রী। সুতরাং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা বিশাল। সেটা সংসদীয় হোক বা পরিষদীয়। সেই কারণেও দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সনও হয়েছেন তিনি।