TRENDING:

এবার SIR শুরু হবে পশ্চিমবঙ্গেও? কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বললেন, ‘ফিউচারে তো..’

Last Updated:

বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিককে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এক লাফে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হল প্রায় দ্বিগুণ। বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন ১২ হাজার টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা, প্রীতি সাহা: বিহারের তো চলছেই৷ ভোটার তালিকার ‘নিবিড় সমীক্ষার’ পরে বাদ গিয়েছে ৬৫ লক্ষ নাম৷ বিধানসভা নির্বাচনের আগে SIR, স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশন নিয়ে তোলপাড় হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ অবশেষে, যৌথ আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বিরোধী এবং সরকার পক্ষ৷ ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ তাহলে কি এবার পশ্চিমবঙ্গেও শুরু হবে SIR? পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের মন্তব্যে উস্কে গেল সেই জল্পনা৷
News18
News18
advertisement

শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেল বেরনোর সময় এমন মন্তব্য করলেন মনোজ আগরওয়াল, তাতে সম্ভাবনা তৈরি হল, ভোটের আগে পশ্চিমবঙ্গেও শুরু হতে পারে ভোটার তালিকার এই ‘নিবিড় সমীক্ষা’৷

আরও পড়ুন: যাত্রী সেজে বসেছিল লোকটা…ভেন্ডারকে ডেকে বলল, ‘একটা দিন তো’! এরপর যে এটা ঘটতে পারে..ভাবতে পারেনি কেউ

advertisement

শনিবার মনোজ আগরওয়াল বলেন, ‘‘SIR তো হতেই পারে৷ ফিউচারে তো হতেই পারে৷ পরে তো ট্রেনিং হবে না৷ ইলেকশন তো হবে ৬-৮ মাস পরে৷ আমরা গোটা সিলেবাস একবারই করাব না, যেটা আছে৷’’

মুখ্য নির্বাচনী আধিকারিকের এমন মন্তব্যে এটা অন্তত স্পষ্ট যে এসআইআর-এর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকছেন তাঁরা৷

স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বিশেষ ভাতা৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ ভোটার তালিকা সংশোধন বা কমিশন নির্দেশিত যে কোনও বিশেষ কর্মসূচি (special drive) করলে বুথ লেভেল অফিসাররা (BlO) অতিরিক্ত দু-হাজার টাকা পাবেন।

advertisement

আরও পড়ুন: ১৬টা ছেলে গাদাগাদি করে থাকত একটা ফ্ল্যাটে…চাল দেখলে মাথাখারাপ হয়ে যেত! তারপর একদিন রেইড করল পুলিশ

বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিককে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এক লাফে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হল প্রায় দ্বিগুণ। বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন ১২ হাজার টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুপারভাইজার হিসেবে যে সমস্ত বুথ লেভেল অফিসারেরা কাজ করবেন তাঁরা পাবেন বার্ষিক ১৮০০০ টাকা। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার SIR শুরু হবে পশ্চিমবঙ্গেও? কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বললেন, ‘ফিউচারে তো..’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল