শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেল বেরনোর সময় এমন মন্তব্য করলেন মনোজ আগরওয়াল, তাতে সম্ভাবনা তৈরি হল, ভোটের আগে পশ্চিমবঙ্গেও শুরু হতে পারে ভোটার তালিকার এই ‘নিবিড় সমীক্ষা’৷
advertisement
শনিবার মনোজ আগরওয়াল বলেন, ‘‘SIR তো হতেই পারে৷ ফিউচারে তো হতেই পারে৷ পরে তো ট্রেনিং হবে না৷ ইলেকশন তো হবে ৬-৮ মাস পরে৷ আমরা গোটা সিলেবাস একবারই করাব না, যেটা আছে৷’’
মুখ্য নির্বাচনী আধিকারিকের এমন মন্তব্যে এটা অন্তত স্পষ্ট যে এসআইআর-এর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকছেন তাঁরা৷
স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বিশেষ ভাতা৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ ভোটার তালিকা সংশোধন বা কমিশন নির্দেশিত যে কোনও বিশেষ কর্মসূচি (special drive) করলে বুথ লেভেল অফিসাররা (BlO) অতিরিক্ত দু-হাজার টাকা পাবেন।
বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিককে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এক লাফে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হল প্রায় দ্বিগুণ। বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন ১২ হাজার টাকা।
সুপারভাইজার হিসেবে যে সমস্ত বুথ লেভেল অফিসারেরা কাজ করবেন তাঁরা পাবেন বার্ষিক ১৮০০০ টাকা। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।