জাতীয় নির্বাচন কমিশনের এই টিমের নেতৃত্বে থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার। ৭ অক্টোবর রাতেই কলকাতায় পৌঁছবেন তাঁরা। এর পর ৮ অক্টোবর রাজ্যের সব জেলার জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে বৈঠকে বসবেন এই চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও।
২০০ বারেরও বেশি সাপের কামড় ! শরীরে তৈরি হয়েছে এক ধরনের ‘সুপার ইমিউনিটি’! কে ইনি?
advertisement
পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে পড়ে মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ! শরীর জুড়ে ক্ষত…
আলোচনার মূল বিষয়
বৈঠকে প্রতিটি জেলায় Special Intensive Revision প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক খুঁটিনাটি খতিয়ে দেখা হবে।
জেলা পরিদর্শনও করবেন
শুধু বৈঠক নয়, এরপর জেলায় জেলায় গিয়েও প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের টিমের সদস্যরা।
ইতিমধ্যেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে প্রস্তুতির কাজ চূড়ান্ত করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার জাতীয় কমিশনের এই টিমের সফরের পরেই প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে মনে করা হচ্ছে।
স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর প্রস্তুত বলে জানানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল। যদিও এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে কোনও রিপোর্ট পাঠানো হয়েছে কি না তা স্পষ্ট নয়। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ব্যাখ্যা, সিইও দফতর স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।