বিশেষ ভোটার তালিকা সংশোধন বা কমিশন নির্দেশিত যে কোনও বিশেষ কর্মসূচি (special drive) করলে বুথ লেভেল অফিসাররা (BlO) অতিরিক্ত দু-হাজার টাকা পাবেন।
আরও পড়ুন: বিজেপির জন্য ‘আশা জাগানো’ আসন, সেই উত্তর কলকাতায় কাকে দায়িত্ব দিল বিজেপি জানেন! চমকে দেওয়া নাম
বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিককে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এক লাফে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হল প্রায় দ্বিগুণ। বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন ১২ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন: একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবে নষ্ট হতে থাকে ফুসফুস! কোন ভিটামিন জানেন? জেনে সতর্ক হোন
সুপারভাইজার হিসেবে যে সমস্ত বুথ লেভেল অফিসারেরা কাজ করবেন তাঁরা পাবেন বার্ষিক ১৮০০০ টাকা। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়