সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনএ পদক্ষেপ নয় কেন? জমিদাতাদের ক্ষতিপূরণ ও পূর্বের অবস্থায় জমি ফেরানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। নতুন জনস্বার্থ মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: এবার বড় ধাক্কা খেলেন মহুয়া মৈত্র, দিল্লি হাইকোর্টের নির্দেশে বিরাট অস্বস্তি!
advertisement
রাজ্যের বক্তব্য আসার পরেই, ৪ সপ্তাহ পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। সিঙ্গুরের জমি ফেরত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে। জমি শুধু ফেরতই নয় ফিরিয়ে দিতে হবে আগের অবস্থাতে। আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ সহ জমি ফেরতের বিষয় বিবেচনা করবে রাজ্য।
আরও পড়ুন: রক্ষাকবচের আবেদন নাকচ, এবার কি গ্রেফতার হবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক?
আবেদনকারীদের দাবি, রাজ্যের কাছে বহুবার আবেদন করেও কোনও সাড়া পাওয়া যায়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।