Nisith Pramanik: রক্ষাকবচের আবেদন নাকচ, এবার কি গ্রেফতার হবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক?

Last Updated:

Nisith Pramanik: তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।

চাপে নিশীথ প্রামানিক
চাপে নিশীথ প্রামানিক
শান্তনু কর, জলপাইগুড়ি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের রক্ষাকবচের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর নিশিথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ।
তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। নিশীথ প্রামাণিকের রক্ষাকবচ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী।
advertisement
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবজের আবেদন নাকচ করে দিয়ে ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
advertisement
রক্ষাকবচ নাকচ হয়ে যাওয়ায় চাইলে পুলিশ নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারবেন বলে সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nisith Pramanik: রক্ষাকবচের আবেদন নাকচ, এবার কি গ্রেফতার হবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement