TRENDING:

Bengali Theatre: রবি কবির কবিতার নির্বাক উপস্থাপনা মৃচ্ছকটিকের

Last Updated:

রবীন্দ্রনাথ ঠাকুরের 'হঠাৎ দেখা' কবিতা অবলম্বনে নির্বাক নাটক মঞ্চস্থ করল মৃচ্ছকটিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবীন্দ্রনাথের প্রায় সব নাটকের মঞ্চায়নের মাধ্যমে বাংলার নাট্যমঞ্চকে সমৃদ্ধ করছে শহর কলকাতা থেকে মফস্বলের বিভিন্ন নাট্যদল। এবার কলকাতার মৃচ্ছকটিকের রজত জয়ন্তী বর্ষে রবি কবির কবিতার নির্বাক অভিনয়ে বেশ অভিনবত্বের স্বাদ পাওয়া গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতাকেই আঙ্গিক অভিনয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক। তারই সঙ্গে মিলিয়েছেন কবি জীবনের মৃত্যুশোককে।
advertisement

আরও পড়ুন: ‘কে নন্দিনী দি…?’ কলকাতা কাঁপাচ্ছেন নতুন ‘ভাইরাল দিদি’! ৮০ টাকাতেই মটন-রাইস ‘থালি’! নেটপাড়ায় ঝড়

প্রেমের কবিতা ‘হঠাৎ দেখা’- য় নায়ক-নায়িকার মিলন হয় না বা হবেও না কোনও দিন। মানুষের জীবনে নিত্য ঘটে‌ ‌যাওয়া একটি সাধরণ গল্পের প্রতিচ্ছবি এই কবিতা। তবে তারই মধ্যে কবির প্রিয়জনকে হারানোর এক চিরন্তন উপলব্ধি উঠে এসেছে, ‘রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে।’ এই লাইনটিকেই উপজীব্য করে নাট্যকার তাঁর নাটকে সাজিয়ে তুলেছেন এক রঙিন আঙ্গিক অভিনয় শৈলী। সম্পূর্ণ নির্বাক এই নাটকে প্রাচীন-নতুনের মেলবন্ধন শুরু ও শেষে টাইটেল কার্ডের সঙ্গে কম খরচে অথচ রঙিন মঞ্চসজ্জায় ফুটে উঠেছে বাংলার গ্রাম-হাট-মাঠ থেকে পালকি। আবহ, গান ও ভাষ্যের ‌যথোপ‌যুক্ত ব্যবহারে মাত্র মিনিট ৪০-এর উপস্থাপনা বেশ মন ছুঁয়ে গিয়েছে।

advertisement

মৃচ্ছকটিক গত ২৫ বছর ধরে কতকটা নিঃশব্দে নিরন্তর নাট্যচর্চা করে চলেছে। নাট্যদলের প্রাণ নাটক পাগল দম্পতি সুপর্ণা ও শুভাশিস ব্যানার্জির নাট্যচর্চাই নেশা ও পেশা। রবীন্দ্রভরতী বিশ্ববিদ্যলয়ে নাটক নিয়ে পড়াশোনা শেষ করেই নাটকের সঙ্গে পথ চলা শুরু। নাটক প্র‌যোজনার পাশাপাশি অভিনয় থেকে রূপসজ্জা, কিংবা মঞ্চসজ্জা থেকে আলোক প্রক্ষেপণ এই সবের কর্মশালাও করেন এই দম্পতি। নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যবাহী থিয়েটারের পাঠ দিয়ে চলেছেন নিরলসভাবে। তাঁদের নাট্যদল মৃচ্ছকটিকের ২৫ বছর পুর্তিতে বছরভর বিভিন্নকর্মকাণ্ড চলছে। তারই একটি রবীন্দনাথের কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে নির্বাক নাটক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিপ্রা রায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengali Theatre: রবি কবির কবিতার নির্বাক উপস্থাপনা মৃচ্ছকটিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল