নবান্নে সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা এ রাজ্যের পর্যটকেরা এখনও লাচেন ও উত্তর সিকিমে রয়েছেন। যেখানে বিদ্যুৎ ও রাস্তার যোগাযোগ ব্যবস্থা এখনও শুরু হয়নি। ফোনের যোগাযোগ ব্যবস্থা বৃহস্পতিবার রাতের মধ্যেই শুরু করা যাবে বলে আশা করছে নবান্ন।
আরও পড়ুন: বচ্চন নয়, অমিতাভের পদবী অন্য! এক বিশেষ কারণ রয়েছে নেপথ্যে; ৯৯ শতাংশ জানেন না
advertisement
সেনাবাহিনী পর্যটকদের তাঁদের স্যাটেলাইট ফোন ব্যবহার করতে দিচ্ছে ফোন করার জন্য। সিকিমের পি আর রাজ্যকে জানিয়েছে সব পর্যটক সুরক্ষিত রয়েছেন। রাজ্যের পর্যটন দফতরে ১৩৬ টি এখনও পর্যন্ত ফোন এসেছে। মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছটি মৃতদেহ চিহ্নিত হয়েছে। এই ছটি মৃতের মধ্যে চারটি মৃতদেহ সেনাবাহিনীর ও দুটি মৃতদেহ স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুন: উত্তরের দুর্যোগ কাটুক, পুজোয় বৃষ্টি চাই না! ইচ্ছেপূরণ হবে? আবহাওয়ার বড় খবর
আবহাওয়ার উন্নতি হলে চপার নামানোর পরিকল্পনা সিকিম প্রশাসনের। কোন পথে যোগাযোগ জানাচ্ছেন ট্যুর অপারেটরেরা। হেল্প লাইনে আসা তথ্যের ভিত্তিতে কোন কোন জেলার পর্যটকেরা আটকে তারও তথ্য তুলে ধরেছেন পর্যটনের সঙ্গে যুক্ত ট্যুর অপারেটরেরা। সিকিম প্রশাসন সূত্রে খবর, এখন যা পরিস্থিতি তাতে এই মরসুমে সিকিমে পর্যটন কার্যত বন্ধের মুখে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়