রত্না চট্টোপাধ্যায়ের আবেদন ছিল, এই মামলায় তাঁর পক্ষের সাত জন সাক্ষীরই সাক্ষ্যগ্রহণের অনুমতি দেওয়া হোক! তবে নিম্ন আদালত মাত্র দু’জনের সাক্ষ্যগ্রহণ করেছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানাল, রত্নার আবেদন মতো বাকি পাঁচ জনেরও সাক্ষ্যগ্রহণ করতে হবে নিম্ন আদালতকে। শুধু তা-ই নয়, আগামী অগাস্ট মাসের মধ্যেই এই বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তিরও নির্দেশ দেয় শীর্ষ আদালত।
advertisement
আরও পড়ুন: এই ‘ভিটামিনের’ অভাবে মুখের রং ‘কালো’ হতে শুরু করে…! সতর্ক হন, ডায়েটে আনুন ‘জরুরি’ চেঞ্জ
সুপ্রিম কোর্টের বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ গত শুনানিতে এই মামলায় রত্নার বক্তব্য তলব করে। ওই মামলায় নিজের বক্তব্য আদালতকে আগেই জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: রাত ৩ টের সময় আচমকা ঘুম ভেঙে যাচ্ছে…? এর ‘আসল’ কারণ কী জানেন? সময়ে সতর্ক হন, নইলে…!
তার প্রেক্ষিতেই রত্নার বক্তব্য জানতে চায় দেশের শীর্ষ আদালত। মঙ্গলবারের শুনানিতে রত্না তাঁর আবেদনে জানান, তিনি যত জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা বলেছিলেন, তা নেওয়া হয়নি। এরপরেই কড়া নির্দেশ দেয় বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ।