নিজের আঁকা ডুডল সম্বন্ধে শ্লোকের বক্তব্য, ‘‘পরের ২৫ বছরে আমার দেশ ভারতের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে ইকোফ্রেন্ডলি রোবট তৈরি করবেন, মানবসভ্যতার উন্নতির জন্য৷ ভারত থেকে নিয়মিত ইন্টারগ্যালাক্টিক ট্র্যাভেল হবে মহাকাশের উদ্দেশে৷ যোগাভ্যাস ও আয়ুর্বেদশাস্ত্রেও উন্নতি করবে ভারত, আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে আমার দেশ৷’’
আগামী ২৫ বছরে ভারত কোথায় পৌঁছবে, কী কী করবে-সেটাই ছিল এ বারের প্রতিযোগিতার বিষয়৷ দেশের শতাধিক শহর থেকে ১ লক্ষ ১৫ হাজারের বেশি ছবি জমা পড়েছিল৷
advertisement
আরও পড়ুন : গায়ে হলুদ, মেহেন্দির পর ‘সাতপাকে বাঁধা’ দুই পোষ্য সারমেয়, জমিয়ে ভোজ খেলেন বরযাত্রী-সহ ১০০ অতিথি
প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের আঁকা সেই ছবিগুলির বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা, টিঙ্কল কমিক্সের এডিটর ইন চিফ কুরিয়াকোস ভাইসিয়ান, শিল্পী ও উদ্যোগপতি অলীকা ভাট-সহ অন্যান্য বিশিষ্ট এবং গুগুল ডুডল টিম৷ প্রতিযোগীদের কল্পনা ও সৃজনশীলতায় তাঁরা মুগ্ধ, জানানো হয়েছে গুগল ডুডলের তরফে৷
১ লক্ষ ১৫ হাজার প্রতিযোগীর মধ্যে বেছে নেওয়া হয় ২০ জন চূড়ান্ত পর্বের প্রতিযোগীকে৷ এর পর ২০ টি ছবির জন্য চলে অনলাইন ভোটিং৷ জাতীয় স্তরের বিজয়ীর পাশাপাশি বেছে নেওয়া হয়েছে গ্রুপ স্তরের চার বিজয়ীকেও৷ বাচ্চাদের সৃজনশীলতাকে উৎসাহ দেওয়ার জন্যই আয়োজিত হয় গুগলের ডুডল প্রতিযোগিতা বা ‘ডুডল ফর গুগল কনটেস্ট’৷