আরও পড়ুন : ট্রাফিক আইন অমান্য করলে খরচ হবে মোটা অঙ্কের টাকা
মাওবাদীদের সঙ্গে দফায় দফায় জঙ্গলে গুলির লড়াই হয় । সেই লড়াইয়ে তিনি মাওবাদীদের বিরুদ্ধে জয়ী হন। আর তাই তাঁকে এই শৌর্য চক্র পদক (Shaurya Chakra) দিয়ে সম্মানিত করা হচ্ছে। দিলীপ মালিক জানান, এই পদক পেয়ে তিনি অত্যন্ত খুশি। দেশের জন্য লড়াই করেছেন। আর এই পদক পেয়ে তিনি গর্ব বোধ করছেন। দিলীপ মালিক আরও জানান, এর আগেও তিনি পুলিশ মেডেল ফর গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পান। কিষেণজী, ছত্রধর মাহাতোর সঙ্গে গুলির লড়াই থেকে শুরু করে একের পর এক মাওবাদীর বিনাশ করেছেন তিনি। কোবরা ব্যাটেলিয়ানে থাকাকালীন একাধিক বড় বড় অভিযানে হয়েছেন। কিষেণজী এনকাউন্টারে মূল ভূমিকায় ছিলেন। খুব সামনে থেকে মাওবাদীদের সঙ্গে লড়াই চালিয়েছেন দিনের পর দিন।
advertisement
আরও পড়ুন : পারিবারিক অশান্তির জেরে ভাইপোর হাতে খুন কাকা
দিলীপ মালিক জানিয়েছেন, যতদিন বাঁচবেন লড়াই করে দেশকে রক্ষা করবেন। তিনি গ্রামে গিয়ে মাওবাদী পরিবারদের বুঝিয়েছেন যে জীবনে মূলস্রোতে ফেরবার জন্য। দিলীপ মালিক জানান, ‘‘কিষেণজীর সময় মাওবাদীদের যে দাপট ছিল, তা এখন আর নেই। সরকারের সঙ্গে কখনওই মাওবাদীরা জয়ী হতে পারবে না। জীবনের মূলস্রোতে তাদের ফেরা উচিত।" এই সম্মানে তাঁর পরিবার থেকে সহকর্মী, বন্ধু সকলে খুশি ও আনন্দিত।