TRENDING:

Nusrat Jahan-Shankudeb Panda: অবিলম্বে নুসরত জাহানের ইস্তফা ও গ্রেফতারের দাবি তুললেন শঙ্কুদেব পণ্ডা

Last Updated:

দু-তিন দিনের মধ্যে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগের বিষয়ে কোনও পদক্ষেপ না নেয় সে ক্ষেত্রে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- প্রতারণা করে দফায় দফায় টাকা তুলে ফ্ল্যাট কিনেছেন নুসরত জাহান। বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বৃহত্তর এই আর্থিক দুর্নীতির পিছনে বড় মাথা রয়েছে। অবিলম্বে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের পদত্যাগ এবং গ্রেফতারের দাবি জানাল বিজেপি।
অবিলম্বে নুসরত জাহানের ইস্তফা ও গ্রেফতারের দাবি তুললেন শঙ্কুদেব পণ্ডা
অবিলম্বে নুসরত জাহানের ইস্তফা ও গ্রেফতারের দাবি তুললেন শঙ্কুদেব পণ্ডা
advertisement

দু-তিন দিনের মধ্যে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগের বিষয়ে কোনও পদক্ষেপ না নেয় সে ক্ষেত্রে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। কলকাতা প্রেস ক্লাবে নুসরত জাহানের সাংবাদিক সম্মেলনের পরপরই বুধবার কয়েকজন প্রবীণ নাগরিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা শঙ্কুদেব। সেখানেই সাংবাদিক সম্মেলনে নুসরত মিথ্যে কথা বলছেন বলে দাবি করে শঙ্কুদেব  বলেন, ‘‘আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। সঠিক সময়ে তা সামনে আনব।’’

advertisement

আরও পড়ুন– ক্রমশ বাড়ছে কনজাংটিভাইটিসের দাপট! সংক্রমণ ঠেকাতে কোনটা করবেন আর কোনটা করবেন না; পরামর্শ বিশেষজ্ঞের

নুসরত জাহান বুধবার দাবি করেন, ‘‘২০১৭ সালে যে কোম্পানির কথা বলা হচ্ছে সেই কোম্পানির সঙ্গে তিনি সমস্ত যোগাযোগ ছিন্ন করেছেন। তাই যে দুর্নীতির অভিযোগ সামনে তোলা হচ্ছে তার সঙ্গে তিনি কোনও ভাবেই যুক্ত নন।’’ যদিও নুসরত জাহানের এই দাবি মানতে নারাজ ফ্ল্যাট হস্তান্তর না হওয়ার অভিযোগ তোলা নাগরিকরা। সাংবাদিক সম্মেলনে নুসরত এও বলেন, ‘‘দুর্নীতির টাকায় ফ্ল্যাট কিনিনি আমি। আর কোম্পানির বিষয়ে আমি কিছু জানি না। আমার কোনও শেয়ার নেই কোম্পানিতে। যারা ভুল করে তারা ক্লারিফিকেশন দেয়। ক্ল্যারিফিকেশন দিতে আসিনি। অন্যায় বা ভুল করলে ক্ল্যারিফিকেশন দিতে হয়। কোম্পানি আমার নয়। ২০১৭-র মার্চে অভিযুক্ত কোম্পানি ছেড়েছি। বাড়ি কিনতে কোম্পানি থেকে ঋণ নিয়েছিলাম। কোম্পানিকে ঋণের টাকা সুদ-সহ শোধ দিয়েছি।’’

advertisement

আরও পড়ুন-হিংস্র বাঘের ঠান্ডা চাউনিতে এক গা-শিরশিরে অনুভূতি; প্রকাশ পেল ‘পিলকুঞ্জ’-এর প্রথম পোস্টার

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বলা বাহুল্য, তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ তোলেন বিজেপি নেতা। সোমবার সন্ধ্যায় সল্টলেকের ইডি দফতরে পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর সঙ্গে বেশ কয়েকজন ব্যক্তি, যাঁরা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন। তাঁদের অভিযোগ কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন শতাধিক ব্যক্তি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nusrat Jahan-Shankudeb Panda: অবিলম্বে নুসরত জাহানের ইস্তফা ও গ্রেফতারের দাবি তুললেন শঙ্কুদেব পণ্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল