দু-তিন দিনের মধ্যে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগের বিষয়ে কোনও পদক্ষেপ না নেয় সে ক্ষেত্রে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। কলকাতা প্রেস ক্লাবে নুসরত জাহানের সাংবাদিক সম্মেলনের পরপরই বুধবার কয়েকজন প্রবীণ নাগরিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা শঙ্কুদেব। সেখানেই সাংবাদিক সম্মেলনে নুসরত মিথ্যে কথা বলছেন বলে দাবি করে শঙ্কুদেব বলেন, ‘‘আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। সঠিক সময়ে তা সামনে আনব।’’
advertisement
নুসরত জাহান বুধবার দাবি করেন, ‘‘২০১৭ সালে যে কোম্পানির কথা বলা হচ্ছে সেই কোম্পানির সঙ্গে তিনি সমস্ত যোগাযোগ ছিন্ন করেছেন। তাই যে দুর্নীতির অভিযোগ সামনে তোলা হচ্ছে তার সঙ্গে তিনি কোনও ভাবেই যুক্ত নন।’’ যদিও নুসরত জাহানের এই দাবি মানতে নারাজ ফ্ল্যাট হস্তান্তর না হওয়ার অভিযোগ তোলা নাগরিকরা। সাংবাদিক সম্মেলনে নুসরত এও বলেন, ‘‘দুর্নীতির টাকায় ফ্ল্যাট কিনিনি আমি। আর কোম্পানির বিষয়ে আমি কিছু জানি না। আমার কোনও শেয়ার নেই কোম্পানিতে। যারা ভুল করে তারা ক্লারিফিকেশন দেয়। ক্ল্যারিফিকেশন দিতে আসিনি। অন্যায় বা ভুল করলে ক্ল্যারিফিকেশন দিতে হয়। কোম্পানি আমার নয়। ২০১৭-র মার্চে অভিযুক্ত কোম্পানি ছেড়েছি। বাড়ি কিনতে কোম্পানি থেকে ঋণ নিয়েছিলাম। কোম্পানিকে ঋণের টাকা সুদ-সহ শোধ দিয়েছি।’’
আরও পড়ুন-হিংস্র বাঘের ঠান্ডা চাউনিতে এক গা-শিরশিরে অনুভূতি; প্রকাশ পেল ‘পিলকুঞ্জ’-এর প্রথম পোস্টার
বলা বাহুল্য, তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ তোলেন বিজেপি নেতা। সোমবার সন্ধ্যায় সল্টলেকের ইডি দফতরে পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর সঙ্গে বেশ কয়েকজন ব্যক্তি, যাঁরা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন। তাঁদের অভিযোগ কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন শতাধিক ব্যক্তি।