গত ৫ জানুয়ারি থেকে চলছিল খোঁজ ৷ ৫৫ দিনের টালবাহানার অবশেষে অবসান। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার হল সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখ। সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাকে। গত ৫ জানুয়ারি থেকেই এ রাজ্যের সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। তার ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিল ‘সন্দেশখালির বাঘ’। শেষপর্যন্ত শাহজাহানকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
advertisement
আরও পড়ুন– ‘আশা রাখি এবার সন্দেশখালি নতুন সূর্যোদয় দেখবে…’ শাহজাহান গ্রেফতারের পর বার্তা রাজ্যপালের
শাহজাহান শেখ কোথায় ? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ? এই প্রশ্নই এতদিন ছিল সবার মুখে ৷ বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, পুলিশ ও শাসকদলের ছত্রছায়াতেই কি রয়েছে শাহজাহান ? গত রবিবার অবশ্য প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কোথাও কোনও সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে। শাহজাহানকে যদি কেউ আড়াল করে, তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট।” এরপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও জানান, আগামী সাত দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। অবশেষে পুলিশের জালে ‘সন্দেশখালির বাঘ’ ৷