সকাল থেকেই ধর্মতলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য উপচে পড়া ভিড়। মমতার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। তার আগে অবশ্য এদিনের ঐতিহাসিক শহিদ স্মৃতি স্মরণ করতে ভোলেননি অভিষেক। ট্যুইটে শহিদদের স্মরণ করে অভিষেক লিখেছেন, '২১ জুলাই বাংলার ইতিহাসের পবিত্র দিন। ১৯৯৩ সালের ১৩ জন শহিদদে আমার শ্রদ্ধা জানাই। এবারের শহিদ দিবসে গর্জন আরও বাড়ান। কোনও চাপে নত হব না আমরা, আমাদের সবটুকু দেব মানুষের জন্য।'
advertisement
আরও পড়ুন: 'একটু পা চালিয়ে ভাই'! শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলামুখী মা-মাটি-মানুষের স্রোত
আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে সাইকেল চালিয়ে ২১-এর সমাবেশে, সম্মান অভিভূত অভিষেকের
বুধবারই বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে সেন্ট্রাল পার্কে গিয়ে সম্মান জানান উত্তরবঙ্গ থেকে আসা সাইকেল আরোহী কর্মী-সমর্থকদের। দুপুরে ধর্মতলায় গিয়েও সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক। তিনি তৃণমূলের যুব সম্প্রদায়কে এদিন কী বার্তা দেন, সর্ভভারতীয় স্তরে তৃণমূলের লক্ষ্যের কোন টার্গেট বেঁধে দেন, এদিন তা শুনতেও এসেছেন বহু মানুষ।
দু'বছর করোনার চোখ রাঙানিতে ভার্চুয়ালি হয়েছিল শহিদ স্মরণ। বৃহস্পতিবার ধর্মতলায় ফের একবার সশরীরে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক ২১ জুলাই। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূল কর্মী-সমর্থক এবং বিরোধীদের কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে গোটা দেশ।