TRENDING:

Anubrata Mondal|| 'কেষ্ট'র অস্ত্রই এখন মহাস্ত্র! রাজ্যজুড়ে প্রচার শুরু করল এসএফআই

Last Updated:

SFI started campaign against Corruption and Anubrata: গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার হয়েছেন অনুব্রত। তারপর থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিতর্কিত বক্তব্যের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন অনুব্রত মণ্ডল। নির্বাচন যত কাছে আসত ততই সুর চড়াতেন অনুব্রত। কখনো বিরোধীরা কখনও বা নিরাপত্তারক্ষীদের টার্গেট করতেন শাসক দলের বীরভূম জেলার সভাপতি। কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলতেন। কখনও বা গুড় বাতাসা দেওয়ার কথা শোনা যেত তাঁর মুখে। তাঁর নকুলদানা থিয়োরি নিয়েও কম বিতর্ক হয়নি। আবার পাচনের ফর্মুলাতেও নজর কেড়েছেন কেষ্ট। বিরোধীরা তাঁর এই বক্তব্যকে সন্ত্রাসের সাংকেতিক ভাষা বলেই অভিযোগ করে এসেছে বারে বারে। এ বার সেই অস্ত্র তাঁরই বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে বিরোধী দলগুলি।
advertisement

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার হয়েছেন অনুব্রত। তারপর থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই। কোথাও মাইক নিয়ে প্রচার শুরু হয়েছে। বলা হচ্ছে "এ বার থেকে নিজেদের গরু বাইরে থাকলেও আর চুরি হওয়ার ভয় নেই।" কোথাও বা ড্রাম, ঢাক, ঢোল নিয়ে রাস্তায় বাজানো হচ্ছে। আবার কোথাও বা বাতাসা, নকুলদানা বিলি করা হচ্ছে। কলকাতার ধর্মতলা অঞ্চলে প্রচার করা হয়েছে। তেমনই মালদহের কালিয়াচকেও এই প্রচার করেছে সিপিএমের ছাত্র সংগঠন।

advertisement

আরও পড়ুনঃ 'অর্পিতার মতো আমার কোনও বান্ধবী নেই, তবে...' কী বলতে চাইলেন চিরঞ্জিত! তুঙ্গে জল্পনা

এ দিন অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর মালদহের কালিয়াচকে এসএফআই মালদহ জেলা কমিটির উদ্যোগে বাতাসা, নকুলদনা বিলি করা হয়েছে ড্রাম পিটিয়ে। উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সহ-সম্পাদক শুভজিৎ সরকার, মালদহ জেলার সম্পাদক চিরঞ্জিত মণ্ডল, সভাপতি কৌশিক মৈত্র প্রমুখ। এ বিষয়ে শুভজিৎ সরকার বলেন, "চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলে এখন প্রশাসন চোরকে ধরে নিয়ে গিয়েছে। সম্পূর্ণটাই জনগণের আন্দোলনের ফলে। আমরা আশাবাদী এ বার যে এই চোরগুলোকে চুরি শিখিয়েছে তাকেও জেলে পুরবে, আর তাকে শাস্তি না দিলে রাজ্যজুড়ে ছাত্র সমাজ আন্দোলন করবে। রাজ্য স্তব্ধ করে দেবে। আর যে যা খাবার পছন্দ করে সেটাই জনগণকে বিলি করলাম।"

advertisement

আরও পড়ুনঃ যে নিজাম প্যালেস এড়াচ্ছিলেন বারবার, আজ রাত থেকে সেই ঠিকানাতেই অনুব্রত মণ্ডল

পার্থ চট্টোপাধ্যায় ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল সিপিএমের ছাত্রযুব সংগঠন। তার কিছুদিনের মধ্যে শাসকদলের আরেক হেভিওয়েট নেতাকে গ্রেফতার করল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। খুব স্বাভাবিক কারণেই তার ফলে রাজনৈতিক ভাবে অক্সিজেন পেয়েছে বিরোধীরা। সিপিএমও এই সুযোগে রাজনৈতিক ভাবে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে। এমনটাই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

UJJAL ROY 

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal|| 'কেষ্ট'র অস্ত্রই এখন মহাস্ত্র! রাজ্যজুড়ে প্রচার শুরু করল এসএফআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল