এই যৌন হেনস্থার কথা দশ বছরের কিশোর জানায় তার মা-কে। কিশোর মা প্রথমে অবাক হলেও ছেলের কথা শুনে বিষয়টি জানান ওই সেবাশ্রমের কতৃপক্ষকে। পুরো বিষয়টি কতৃপক্ষের কাছে আসতেই জানানো হয় হরিদেবপুর থানায় । কিশোরের পরিবারের তরফে জানানো হয় যৌন হেনস্থার পুরো ঘটনার বৃত্তান্ত। হরিদেবপুর থানায় জানানো হয়, সেবাশ্রমের কর্মচারী বিশ্বনাথ শীল কাজের ফাঁকে ও চোখের আড়ালে যৌন হেনস্থা করে। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করার পরেই গ্রেফতার করা হয় বছর সাতচল্লিশের বিশ্বনাথ শীলকে। ওই সেবাশ্রমের সুপার জানান, ছয় তারিখ পুরো বিষয়টি বলে ওই কিশোর। মূলত কালীপূজার সময় এই ঘটনার পরেই কিশোর তার মাকে পুরো ঘটনাটি জানাতে বাধ্য হয়। ওই সেবাশ্রমে বাকি দশজন শিশুকে নজরে রাখা হচ্ছে ঘটনার পর থেকেই। হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করা পরে আলিপুর আদালতে পেশ করলে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
advertisement
Susovan Bhattacharjee