আরও পড়ুন: নেইমার, ফার্মিনোর দুরন্ত গোল, মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে ‘টিম ব্রাজিল’
স্পা, বিউটি পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। লালবাজারের অভিযানে গ্রেফতার আঠারো। অভিযুক্তদের মধ্যে ছিলেন নবীন নন্দাও। রবিবার ধৃতদের শিয়ালদা আদালতে পেশ করা হলে নবীন সহ বারো জন জামিন পেয়ে যান।
আরও পড়ুন: বাড়ির নাম আঙুর বাড়ি ! এখানে হাত বাড়ালেই থোকা থোকা আঙুর
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে..
-- ৩০ জুন থেকেই নিখোঁজ ছিলেন নবীন নন্দা
-- পরিবারের তরফে নিখোঁজ ডায়েরিও করা হয়
গত শনিবার বিকেলে রবিনসন স্ট্রিটের একটি হোটেলে ওঠেন নবীন। হোটেলকর্মীদের দাবি, প্রাক্তন বিধায়কের পরিচয় গোপন রেখেছিলেন তিনি। সোমবার সকাল এগারোটা নাগাদ হোটেল থেকে চেক আউট করেন। পুলিশ সূত্রে খবর,
-- শনিবার থেকেই মোবাইল বন্ধ করে দেন নবীন
-- মোবাইলে যোগাযোগ করতে না পেরেই নিখোঁজ ডায়েরি করে পরিবার
আরও পড়ুন: অচেনা মেয়েদের ফোন করলেই এবার ধরবে পুলিশ!
প্রাথমিক জেরায় নবীন পুলিশকে জানিয়েছিলেন, মধুচক্রের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পকেটমারকে তাড়া করেই ওই স্পার সামনে পৌঁছন তিনি। যদিও সরকারি আইনজীবীর দাবি, যে স্পায় এই মধুচক্র চলত, তার রেজিস্টারে কাস্টমার হিসাবে নবীনের স্বাক্ষর মিলেছে। আগামী তেরোই জুলাই ফের আদালতে হাজিরা দিতে হবে তাঁকে।