অচেনা মেয়েদের ফোন করলেই এবার ধরবে পুলিশ!

Last Updated:
#কলকাতা: অপরিচিত নম্বর থেকে লাগাতার ফোন, না ধরলেই অশ্লীল মেসেজে ভরে যাচ্ছে শ্রেয়ার ইনবক্স। পুলিশে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েও কাজ হচ্ছে না। সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে নম্বর বদলেও শান্তি নেই। কিন্তু এমন সমস্যার সমাধানই বা কী হতে পারে ভেবে অস্থির শ্রেয়া।
শ্রেয়ার মতো অভিজ্ঞতার ভুক্তভোগী বিভিন্ন বয়সের অনেক মহিলাই। কিন্তু কিভাবে এই পরিস্থিতির সমাধান করা যায় তা জানা না থাকায় অনেকেই চুপচাপ এমন ঘটনা সহ্য করে যান।  এমন সমস্যার সমাধানে অভিনব পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। ফোন রোমিওদের শায়েস্তা করতেই একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে কলকাতার আইন-শৃঙ্খলা রক্ষকরা। এবার থেকে অপরিচিত নাম্বার থেকে কোনওরকমভাবে উত্যক্ত করা হলে সরাসরি ওই হেল্পলাইনে অভিযোগ জানাতে পারবেন মহিলারা।
advertisement
নিজেদের ফেসবুক পেজে এই হেল্পলাইনের কথা জানিয়েছে কলকাতা পুলিশ। মহিলাদের উদ্দেশ্যে তাদের বার্তা, এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হলে সরাসরি এই হেল্পলাইনে অভিযোগ জানান। তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও দৃঢ় প্রতিজ্ঞ কলকাতা পুলিশ।
advertisement
আরও পড়ুন 
চব্বিশ ঘণ্টা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া এই হেল্পলাইনের নাম ‘ASK’( Anti Stalking)। নম্বরটি হল 8017100100 । এছাড়া cyberps@kolkatapolice.gov.in- এই ইমেল আইডিতেও জানানো যাবে অভিযোগ। কলকাতা পুলিশের ফেসবুক মেসেঞ্জারেও এধরনের সমস্যা নিয়ে অভিযোগ জানানো যেতে পারে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অচেনা মেয়েদের ফোন করলেই এবার ধরবে পুলিশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement