নবান্ন সূত্রে খবর, যে পাঁচ সদস্যের সার্চ কমিটি প্রস্তাবিত আকারে তৈরি করা হয়েছে তাতে ইউজিসির মনোনীত প্রতিনিধি থাকবেন, রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন, বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটর মনোনীত প্রতিনিধি থাকবেন, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি এবং রাজ্যের মনোনীত প্রতিনিধি থাকবে। এই পাঁচ সদস্যের প্রতিনিধি নিয়েই তৈরি হবে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের সার্চ কমিটি। ইতিমধ্যেই এই আইন সংশোধনের জন্য খসড়া অনুমোদন দিয়েছে আইন দফতর। অর্থ দফতরে পাঠানো হয়েছে বর্তমানে অনুমোদনের জন্য। অর্থ দফতর অনুমোদন দিয়ে দিলেই ১৭ এপ্রিলের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা পেশ করা হতে পারে।
advertisement
আরও পড়ুন : বাড়ছে গাড়ি, যানজট এড়াতে ২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে
সম্প্রতি উপাচার্যদের কাছ থেকে পদত্যাগপত্র নিয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, আচার্য তথা রাজ্যপাল চাইছেন রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যাতে স্থায়ী উপাচার্য দ্রুত নিয়োগ করা হয় । নবান্ন সূত্রে খবর, আচার্যের প্রস্তাব মেনেই উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে বদল আনছে রাজ্য। যদিও এর আগে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ইউজিসি-র প্রতিনিধি রাখা হয়েছিল। কিন্তু তার পর রাজ্য তা পরিবর্তন করে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করে। এ বার সেই কমিটিতেই খোলনলচে বদল আনছে রাজ্য।