জানা গিয়েছে, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারুইপুর বা শিয়ালদহ-ডানকুনি রুটের যে কোনও একটিতে আগামী দিনে পরীক্ষামূলক ভাবে ছুটতে পারে এসি লোকাল ট্রেন৷ উল্লেখ্য, কলকাতায় এসি মেট্রো পরিষেবা সফল ভাবে চলছে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রেও। তাই পূর্ব রেলের কর্তাদের আশা, এসি লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না তাদের।
advertisement
আরও পড়ুন: ২৮ জানুয়ারিই কি আপনি মালামাল হতে চলেছেন? নাকি জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই পশ্চিম এবং মধ্য রেলের তরফে এসি লোকাল ট্রেন চালানো হয়। মুম্বইতে দারুণ জনপ্রিয় হয়েছে এসি লোকাল ট্রেন পরিষেবা। এই আবহে বাংলায় প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে একটি রুটে। এরপর যাত্রীদের মন বুঝে পরিষেবা বাড়ানোর দিকে নজর দিতে পারে রেল কর্তৃপক্ষ। তবে এসি রেকের লোকাল ট্রেনের ভাড়া কত হবে, তা এখনও জানানো হয়নি পূর্ব রেলের তরফে।
বর্তমানে ওয়েস্টার্ন রেলে চলে আটটি এসি লোকাল আর মধ্য রেলে চলে পাঁচটি। আপাতত সেন্ট্রাল রেল বা মধ্য রেলে এসি লোকাল ট্রেনের বাড়ানোর কোনও খবর নেই। তবে পূর্ব রেলের অধীনে এসি লোকাল চললে উপকৃত হবে বহু মানুষ। এই লাইনে এত বেশি মানুষ যাতায়াত করেন, তাতে লাভের অঙ্কও বাড়বে রেলের।
সম্প্রতি রেলের তরফে ১২ কোচের এসি রেক তৈরি করার কথা বলা হয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে। মোট ৮টি এসি ট্রেন তৈরির কথা বলা হয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন রেলওয়ে-কে দেওয়া হবে ৪টি ট্রেন। ২০২৩-২৪-এ দু’টি ও ২০২৪-২৫-এ আরও দু’টি ট্রেন পাবে। এছাড়া পূর্ব রেল, দক্ষিণ রেলের জন্যও বরাদ্দ হয়েছে ট্রেন। পূর্ব রেল দুটি ট্রেন পাবে বলে সূত্রের খবর। হাওয়া ও শিয়ালদহ- দুই ডিভিশনই পূর্ব রেলের অধীন।