Money Mantra: ২৮ জানুয়ারিই কি আপনি মালামাল হতে চলেছেন? নাকি জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন

Last Updated:

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

২৮ জানুয়ারিই কি মালামাল হতে চলেছেন? নাকি জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
২৮ জানুয়ারিই কি মালামাল হতে চলেছেন? নাকি জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
লক্ষ্য স্থির রেখে এগোলে আর্থিক লাভের সম্ভাবনা আছে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
শারীরিক অসুবিধা আর্থিক লাভের পথে প্রতিবন্ধকতা আনতে পারে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে দূর্বা অর্পণ করুন।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
আর্থিক বিষয় থাকবে অনুকূলে, চোখ কেবল রাখতে হবে লক্ষ্যে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজিকে নারকেল নিবেদন করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আর্থিক বিষয়ে প্রচলিত পদ্ধতিতেই এখন বিপুল লাভ হবে।
প্রতিকার – অনুগ্রহ করে মা দুর্গাকে লাল ওড়না নিবেদন করুন।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাজের গতি বাড়ালে আর্থিক লাভের পথ সুগম হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিশুকন্যাদের ক্ষীর নিবেদন করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অর্থ উপার্জনের একাধিক উপায় এখন হাতে আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে কলাগাছের নিচে ঘৃতদীপ নিবেদন করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
advertisement
সাফল্যের মাত্রা বাড়বে, আর্থিক বিষয় সহজ হয়ে আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে অতি প্রাতে সূর্যদেবকে জলার্ঘ্য নিবেদন করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আর্থিক বিষয়ে সব জটিলতা শীঘ্র দূর হতে চলেছে।
প্রতিকার – অনুগ্রহ করে দেবী লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
advertisement
আটকে থাকা কাজ ফের শুরু হবে, পরিস্থিতি এবং ভাগ্য সহায় হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কালো কুকুরকে তেলে ভাজা অমৃতি খাওয়ান।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
ধৈর্য ঘরে রাখতে পারলে তা বিপুল আর্থিক লাভের মুখ দেখাবে।
প্রতিকার – অনুগ্রহ করে শারীরিক প্রতিবন্ধীর সেবা করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
advertisement
ভবিষ্যতে বিপুল লাভের পথ খুলতে চলেছে, উদ্যম বজায় রাখতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে পিঁপড়েদের চিনি-ময়দা খাওয়ান।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সব কাজ পরিকল্পনা মতো চলবে, আর্থিক বিষয় অনুকূলে থাকবে।
প্রতিকার – অনুগ্রহ করে সূর্যদেবের আরাধনা করুন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: ২৮ জানুয়ারিই কি আপনি মালামাল হতে চলেছেন? নাকি জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • শীতের আমেজ রাজ্য জুড়ে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement