অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে মালদহ জেলায় প্রাথমিক শিক্ষকতার চাকরি করছেন কয়েকজন শিক্ষক। চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।শিক্ষকদের নাম, বাড়ির ঠিকানা-সহ বিস্তারিত তথ্য দিয়েই চিঠি এবার রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের।
advertisement
এরপরেই তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে চাওয়া হয়। চিঠি পেয়েই মালদহ জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্টেট কাউন্সিল চেয়ারম্যানকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে পর্ষদ।
এই নিয়োগ, ২০১৭ সালে নিয়োগ বলেই পর্ষদ সূত্রে খবর। চিঠি পেয়ে বাকিদের কাস্ট সার্টিফিকেট নিয়েও খোঁজ খবর শুরু করেছে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই প্রসঙ্গে বলেন, “এটা ঠিক যে আমরা চিঠি পেয়েছি। মালদহ জেলার ডিপিএসসি চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। আমরা সতর্ক রয়েছি। এর থেকে এখন বেশি বলা সম্ভব নয়।”