গ্রাম বাংলার এই ফল 'পুষ্টির পাওয়ারহাউজ'...! কমায় ডায়াবেটিস, গরমে খাওয়া মাস্ট! পটাশিয়াম, সোডিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম ভর্তি
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Sabeda: ফলের বাজারে গেলেই খুব কম দামে পাওয়া যায় এই ফল।হালকা কিরকিরানি ভাব ও তীব্র মিষ্টি যুক্ত এই ফল খেতে ভালোবাসেন অনেকেই।তবে জানেন এই ফল খাবার কী উপকারিতা রয়েছে।
এই সময় সবেদা ফলে ভরে থাকে গাছপালা।ফলের বাজারে গেলেই খুব কম দামে পাওয়া যায় এই ফল।হালকা কিরকিরানি ভাব ও তীব্র মিষ্টি যুক্ত এই ফল খেতে ভালোবাসেন অনেকেই।তবে জানেন এই ফল খাবার কী উপকারিতা রয়েছে।এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ডাক্তার আশীষ রায়।অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে ভরপুর সবেদায় পটাশিয়াম, সোডিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস প্রচুর পরিমাণে রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement







