TRENDING:

School Reopens: 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পে বেসরকারি স্কুলের পড়ুয়ারাও সুযোগ পাবে

Last Updated:

পাড়ায় শিক্ষালয়' (School Reopnes)- বেসরকারি স্কুলে পড়ে আপনার সন্তান, সেও যোগ দিতে পারে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘‘পাড়ায় শিক্ষালয়' (School Reopnes) প্রকল্পে যদি বেসরকারি স্কুলের পড়ুয়ারাও অংশ নিতে চায় তাহলে তাদেরও স্বাগত। আমরা চাই বর্তমান  অতিমারি পরিস্থিতিতে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়।’’ বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনা পরিস্থিতিতে প্রাথমিক পঠনপাঠনের নয়া উদ্যোগ হিসেবে সোমবার বিকাশ ভবনে 'পাড়ায় শিক্ষালয়' (School Reopnes) প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
পরিস্থিতি স্বাভাূবিকের দিকে এগোতেই দেশের বিভিন্ন রাজ্য়ে কোভিড-বিধি মেনে খুলছে স্কুল
পরিস্থিতি স্বাভাূবিকের দিকে এগোতেই দেশের বিভিন্ন রাজ্য়ে কোভিড-বিধি মেনে খুলছে স্কুল
advertisement

সোমবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, ‘‘স্কুল খুলে  (School Reopnes) আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, সে কারণে গোষ্ঠী সংক্রমণ না বাড়িয়ে আগে দরকার প্রতিবিধান। একই সঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল কবে খুলতে পারে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন।’’ 'পাড়ায় শিক্ষালয়'  প্রকল্পের ফলে ৬০ লক্ষের বেশি সরকারি স্কুলের (Government School) পড়ুয়া (Students) উপকৃত হবে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। তার মধ্যেই স্কুল খোলার প্রশ্নে ব্রাত্য (Bratya Basu)  জানান, বেসরকারি স্কুলগুলিও (Private School) যদি এই উদ্যোগে অংশ নিতে চায় তাহলে তাদেরও স্বাগত। আমরা চাই বর্তমান অতিমারি পরিস্থিতিতে শিক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না হয়'।

advertisement

Students from private schools can also join school going to start in open space in every locality

পাড়ায় শিক্ষালয় প্রকল্পে অংশগ্রহণকারী ইচ্ছুক বেসরকারি স্কুল (Private School) কর্তৃপক্ষ তথা অভিভাবকদের নিজের এলাকার সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-র (Bratya Basu) দাবি, 'দেশে প্রথম কোনও রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুল বন্ধ থাকলেও 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা কর হল'।

advertisement

আরও পড়ুন - Parenting Tips: সন্তানকে শাসন করতে কিল, চড়, ঘুঁষি, ভবিষ্যত নষ্ট করছেন নিজেই

প্রসঙ্গত ,  প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়'।  শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পাড়ার কোনও খোলামেলা জায়গায় করোনা বিধি মেনেই প্রাথমিক স্কুলের শিক্ষক- শিক্ষিকা, শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, প্যারা টিচাররা পাড়ার শিক্ষালয় পরিচালনার দায়িত্বে থাকবেন'৷

advertisement

আরও পড়ুন - Pet Care Tips: ঠান্ডা যেন না লাগে! এই শীতে কী ভাবে সুরক্ষিত রাখবেন আদরের পোষ্যকে

কীভাবে প্রকল্প বাস্তবায়িত হবে তার নির্দিষ্ট গাইডলাইনও সব জেলার জেলাশাসকদের ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন , 'টানা করোনা পরিস্থিতিতে অনেক পড়ুয়াই স্কুলের প্রতি আগ্রহ হারাচ্ছে। স্কুলছুটের পরিসংখ্যানও বেড়েছে।  এই পরিস্থিতিতে 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প যথেষ্টই কার্যকরী হবে'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

VENKATESWAR  LAHIRI

বাংলা খবর/ খবর/কলকাতা/
School Reopens: 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পে বেসরকারি স্কুলের পড়ুয়ারাও সুযোগ পাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল