আইসিএসই ও সিবিএসই বোর্ড অনুমোদিত স্কুলগুলি আগামিকাল থেকে যাতে এক সপ্তাহের জন্য বন্ধ থাকে, তার জন্য দুই বোর্ডকেই অনুরোধ করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে এই সাতদিনের মধ্যে প্রয়োজনে স্কুলে যেতে হবে শিক্ষকদের। সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে স্কুলের।
আরও পড়ুন: সোমবার থেকে স্কুল-কলেজ ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর, তীব্র দাবদাহের কারণে সিদ্ধান্ত
advertisement
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। সে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত স্বশাসিত/রাজ্য/কেন্দ্রীয় সরকারি স্কুল এবং সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ এপ্রিল, অর্থাৎ, সোমবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। এক সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলগুলি বন্ধই থাকবে। দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। সেখানে সাধারণ নিয়মেই স্কুল চলবে। এই নির্দেশ অনুযায়ী, আগামী সাতদিন শিক্ষক অশিক্ষক কর্মচারীদেরও এই সাতদিন বিশেষ ক্ষেত্রে ছুটি দেওয়া হচ্ছে। কিন্তু স্কুল খোলার পর প্রয়োজন মতো অতিরিক্ত ক্লাস নিতে হবে যাতে পড়ুয়াদের পড়াশোনায় ক্ষতি না হয়।’
এমনিতেই আগামী ২ মে থেকে গরমের ছুটি পড়তে চলেছে। সেই মর্মে নির্দেশিকাও জারি করেছিল স্কুল শিক্ষা দফতর। যেহেতু আগামী সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই সোমবার থেকে স্কুল ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।