প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হলে তিনি পাশে দাঁড়াবেন। কী বলবেন?
কুন্তল ঘোষ: অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। কারণ হচ্ছে, একটা কথা বলি যে এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছে থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা মাটি মানুষের আদর্শের দলের লোক, আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। আমরা বুক শিনা করে চলি। কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে…
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টে শুভেন্দু! ৭ দিন সময় চাইলেন হাইকোর্টের কাছে
প্রশ্ন: কাদের নাম বলানোর চেষ্টা করছে? অভিষেকের নাম বলানোর চেষ্টা করছে?
কুন্তলঃ জোর করে বলপূর্বক নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।
প্রশ্নঃ অভিষেকের নাম?
কুন্তলঃ অবশ্যই অবশ্যই…
আরও পড়ুন: মোদিকে 'ফাঁসাতে' চাপ দিয়েছিল CBI! অমিত শাহের মারাত্মক দাবি, ফের উঠে এল এনকাউন্টার মামলা
আজ ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে ইডি আদালতে পেশ করার সময় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এমনই অভিযোগ করেন কুন্তল ঘোষ। বুধবার অভিষেক দাবি করেন, সারদা কাণ্ডের সময় থেকেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি৷ কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্য দাবি করেছেন, গোটাটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত৷ নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন অভিষেক৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'তিন বছর হয়ে গেল মুখ দিয়ে অভিষেক বেরোয়নি, কী জ্বালা, কী ভয়!'