TRENDING:

Scam | Kuntal Ghosh: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে

Last Updated:

Scam | Kuntal Ghosh: শহিদ মিনারে তৃণমূলের ছাত্র- যুবদের সভায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিষেক। সেইসঙ্গে দলের নেতাদের প্রমাণ ছাড়া গ্রেফতার করলে তিনি পাশে দাঁড়াবেন বলেও বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে দমানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হবে না, বুধবার শহিদ মিনারের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মদন মিত্র, কুণাল ঘোষরা যখন সারদা মামলায় কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে ছিলেন, তখন তাঁদের মুখ দিয়ে তাঁর নাম বের করার জন্য চাপ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ শহিদ মিনারে তৃণমূলের ছাত্র- যুবদের সভায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিষেক। সেইসঙ্গে দলের নেতাদের প্রমাণ ছাড়া গ্রেফতার করলে তিনি পাশে দাঁড়াবেন বলেও বার্তা দেন অভিষেক। সেই বার্তা দেওয়ার পরদিনই রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্যে এলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ। এদিন আদালতে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর মুখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন কুন্তল। কী বললেন কুন্তল, আসুন দেখে নিই...
অভিষেকের বার্তা পেয়েই চনমনে কুন্তল
অভিষেকের বার্তা পেয়েই চনমনে কুন্তল
advertisement

প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হলে তিনি পাশে দাঁড়াবেন। কী বলবেন?

কুন্তল ঘোষ: অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। কারণ হচ্ছে, একটা কথা বলি যে এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছে থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা মাটি মানুষের আদর্শের দলের লোক, আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। আমরা বুক শিনা করে চলি। কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে…

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টে শুভেন্দু! ৭ দিন সময় চাইলেন হাইকোর্টের কাছে

প্রশ্ন: কাদের নাম বলানোর চেষ্টা করছে? অভিষেকের নাম বলানোর চেষ্টা করছে?

কুন্তলঃ জোর করে বলপূর্বক নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।

প্রশ্নঃ অভিষেকের নাম?

কুন্তলঃ অবশ্যই অবশ্যই…

আরও পড়ুন: মোদিকে 'ফাঁসাতে' চাপ দিয়েছিল CBI! অমিত শাহের মারাত্মক দাবি, ফের উঠে এল এনকাউন্টার মামলা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে ইডি আদালতে পেশ করার সময় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এমনই অভিযোগ করেন কুন্তল ঘোষ। বুধবার অভিষেক দাবি করেন, সারদা কাণ্ডের সময় থেকেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি৷ কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্য দাবি করেছেন, গোটাটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত৷ নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন অভিষেক৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'তিন বছর হয়ে গেল মুখ দিয়ে অভিষেক বেরোয়নি, কী জ্বালা, কী ভয়!'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam | Kuntal Ghosh: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল