ইডি সূত্রে দাবি করা হয়েছে, তারা যে তথ্য পেয়েছে তাতে প্রাইমারি শিক্ষক নিয়োগে ১০ কোটি ৪৮ লক্ষ টাকা তোলা হয়েছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে সেই অঙ্ক ৩ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার টাকা। এখানেই শেষ নয় প্রাথমিক টেট ২০১৪ চাকরি প্রার্থীদের থেকে নেওয়া ঘুষের পরিমাণ ৫ কোটি ২৩ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: আরাবুলের বাড়ির পিছনে বোমা-বন্দুকের ছড়াছড়ি! নিশানায় তৃণমূল নেতাই? বড় নির্দেশ কলকাতা থেকে
যদিও ইডির দাবি কুন্তলের স্বীকারোক্তি এই ঘুষের টাকার প্রার্থী পিছু ১০ শতাংশ কমিশন পেয়েছেন তিনি। বাকি টাকা পৌঁছেছে অন্য ব্যক্তিদের কাছে। কারা তারা? খোঁজ শুরু করছে ইডি। এছাড়াও টাকা তোলা হয়েছে শিক্ষা দফতরের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগেও।
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার আবহাওয়ায় বড় বদল আসছে! শীতের ছুটি?
নিয়োগ দুর্নীতি কাণ্ডে শনিবার সকালেই চিনার পার্কের ফ্ল্য়াট থেকে কুন্তল ঘোষ নামে হুগলির যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে ইডি। কুন্তলের বিরুদ্ধে স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় সাড়ে ১৯ কোটি নেওয়ার অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর এক অভিযুক্ত তাপস মণ্ডল। যদিও গ্রেফতারের পরই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কুন্তল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, তাপস মণ্ডলের ষড়যন্ত্রের কারণেই তাঁকে গ্রেফতার হতে হল। কুন্তল দাবি করেন, তাপস মণ্ডল তাঁর থেকে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন।